ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

ফরিদপুরে পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০২:৫৮ পিএম
ফরিদপুরে এসে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। ছবি- সংগৃহীত

খুলনা থেকে ফরিদপুরে এসে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে তারা ফরিদপুর সার্কিট হাউসে এসে পৌঁছান।

সূত্র থেকে জানা যায়, কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় ও জেলার নেতারা সার্কিট হাউসের সামনে থেকে একটি পদযাত্রা শুরু করবেন। পদযাত্রাটি স্থানীয় জনতা ব্যাংক মোড় পর্যন্ত গিয়ে শেষ হবে।

পদযাত্রা শেষে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পথসভার আনুষ্ঠানিকতা শুরু হবে। সভার শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। পরে বক্তব্য রাখবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, তাসনিম জারা এবং অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

পথসভা শেষে ফরিদপুরের আলীপুর এলাকার হাসিবুল হাসান লাবলু সড়কে অবস্থিত এনসিপির জেলা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কেন্দ্রীয় নেতারা। এরপর তারা রাজবাড়ীর উদ্দেশে রওনা হবেন।