আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো সনদে সই করবে না বলে জানিয়েছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন।
বুধবার (৩০ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের ২২তম দিনের সংলাপের বিরতিতে তিনি এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, ‘অনেকেই ভাবছেন জুলাই সনদে সই করা মানেই আমরা সব মেনে নিচ্ছি, এটা ভুল। আমরা মৌলিক সংস্কার এবং আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া কোনো সনদে সই করব না।’
তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ—দুইটা আলাদা ডকুমেন্ট। কিন্তু এই দুইটা ডকুমেন্টকে গুলিয়ে ফেলছেন অনেকেই, যা এনসিপির অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে।’
জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রকে ভুলভাবে গুলিয়ে ফেলা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত একটি প্রচারণা হতে পারে বলেও মনে করেন তিনি।
আখতার হোসেন বলেন, ‘আমাদের ভাইয়েরা গণ-অভ্যুত্থানে জীবন দিয়েছেন। তাদের সেই আত্মত্যাগ যেন বাস্তবভিত্তিক জুলাই ঘোষণাপত্রে প্রতিফলিত হয়, আমরা সেটাই চাই।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই না এমন একটা অকার্যকর, অপূর্ণ এবং মৌলিক সংস্কারবিহীন জুলাই সনদ তৈরি হোক, যেটা তিন দলের অতীত রূপরেখার মতো শুধু ইতিহাসের দলিল হয়ে থাকবে। আমরা চাই, জুলাই সনদটি হবে কার্যকর, পূর্ণাঙ্গ সংস্কার ধারণকারী, আইনি ভিত্তিসম্পন্ন এবং তাৎক্ষণিকভাবে বাস্তবায়নযোগ্য।’
আপনার মতামত লিখুন :