বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে আওয়ামী লীগের পণ্য বলে আখ্যা দিয়েছে এনসিপি নেতারা। এ সময় নির্বাচন কমিশনের শুনানিতে হামলার প্রতিবাদ জানিয়ে তার গ্রেপ্তারের দাবি করা হয়। একই সঙ্গে ইসির পুনর্গঠনের দাবি জানিয়েছে দলটি, অন্যথায় নির্বাচন কমিশনের পদত্যাগ চাইবে তারা।
রোববার (২৪ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা এসব দাবি উত্থাপন করেন।
এ সময় এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ বলেন, ‘রুমিন ফারহানার নেতৃত্ব ও নির্দেশে আমাদের ওপর হামলা হয়েছে। হামলা প্রতিহত করতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। রুমিন ফারহানাকে গ্রেপ্তার করতে হবে এবং আইনগত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আমরা সিইসিসহ নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবি করব।’
এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক হচ্ছেন রুমিন ফারহানা। যারা সন্ত্রাসের রাজনীতি করবে, তাদেরও ভারতে পাঠানো হবে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ পণ্য যাদের মনে হয়, তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। বিগত ১৫ বছরে তিনি সব ধরনের সুবিধা ভোগ করেছেন।’
নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের ভূমিকা সবসময়ই প্রশ্নবিদ্ধ। আজ আমরা দেখেছি, পুলিশ এখানে নীরব দর্শকের মতো ছিল। আমাদের নেতাকর্মীদের কমিশনে প্রবেশে তারা বাধা দিয়েছে।’
অভিযোগ করে তিনি আরও বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের ক্ষেত্রে এক ধরনের বৈষম্য করা হয়েছে। প্রতিপক্ষকে দেওয়া হয়েছে ফ্রি এক্সিট। এই নির্বাচন কমিশন আসলে কয়েকটি দলের পার্টি অফিসে রূপ নিয়েছে।’ 
 

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন