জামায়াতে ইসলামীর ধর্মীয় ফ্যাসিবাদের সঙ্গী আমরা হতে পারব না। বিএনপির চাঁদাবাজি-সন্ত্রাসের সঙ্গীও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হতে পারবে না—মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।
রোববার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘আমরা চাই আগামীর সংসদের সন্ত্রাস-চাঁদাবাজ না থকুক। আবার ধর্মীয় ফ্যাসিবাদও না থাকুক। আগামীতে একটি সুন্দর বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। সেই জায়গা নিয়ে আমরা কাজ করছি।’
তিনি বলেন, ‘এখনো জোটের কোনো চিন্তা আমরা করিনি। তবে আমরা বলেছিলাম, বিএনপি যদি দুর্নীতি, চাঁদাবাজ-সন্ত্রাস ছেড়ে আসে এবং সংস্কারের পক্ষে থাকে, তাহলে সেটা আমরা ভেবে দেখব। আর জামায়াত ধর্মীয় ফ্যাসিবাদের জায়গা থেকে সরে আসলে সেটাও আমরা ভেবে দেখব। তবে আমাদের মূল উদ্বেগের জায়গা হচ্ছে দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজি।’
এনসিপির এই নেতা বলেন, বিএনপি যদি এসব জায়গা থেকে সরে আসতে পারে তাহলে জোটের বিষয়ে কথা হতে পারে। আর যদি সরে না আসে তাহলে আর কোনো কথা নেই। অর্থাৎ বল এখন বিএনপির কোর্টে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন