আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নকলার তৌহিদুল ইসলাম সাইফুল।
তিনি নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া নামাপাড়া (হাতিমারা) এলাকার বাসিন্দা এবং জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ছাত্র রাজনীতি ও জাতীয় শ্রমিক শক্তিতে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার কারণে তার নেতৃত্ব আগামি জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
কর্মী ও সমর্থকরা আশা প্রকাশ করেছেন, তৌহিদুল ইসলাম সাইফুলের নেতৃত্বে নকলা ও নালিতাবাড়ী উপজেলার তারুণ্যের রাজনীতি আরও এগিয়ে যাবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন