ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

সন্ত্রাস ও চাঁদাবাজিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: ব্যারিস্টার খোকন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ০৯:২৩ এএম
ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। ছবি- সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘যারা সন্ত্রাস, দখল, চাঁদাবাজিসহ যেকোনো ধরনের বিশৃঙ্খলার সঙ্গে জড়িত, তাদের আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব।’

শুক্রবার (১১ জুলাই) বিকেলে নোয়াখালীর চাটখিল মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার খোকন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাকে সরাসরি বলে দিয়েছেন আপনি সব নেতাকর্মীকে জানিয়ে দিন, কেউ যদি ‘সন্ত্রাস বা চাঁদাবাজি’ থেকে সরে না দাঁড়ায় তাহলে তিনি নিজেই ব্যবস্থা নেবেন।’

তিনি আরও বলেন, ‘আজকের সময়টা অনেক কষ্টের। গত ১৫ বছর ধরে লাখ লাখ মানুষ মামলা, হামলা, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। কেউ ঘরে ঘুমাতে পারেনি, জমি দখল হয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারেনি। আমি প্রশ্ন রাখছি, আমরা কি এত বছর আন্দোলন করেছি চাঁদাবাজির জন্য? বেগম খালেদা জিয়া কি জেল খেটেছেন চাঁদাবাজির জন্য?’

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘দলের সিদ্ধান্ত একেবারেই স্পষ্ট যারা চাঁদাবাজি, সন্ত্রাস, অন্যায় ও বিশৃঙ্খলার সঙ্গে জড়িত তাদের দলে কোনো স্থান নেই।’

বক্তব্যের শেষে তিনি উপস্থিত নেতাকর্মীদের সন্ত্রাস, চাঁদাবাজি ও বিশৃঙ্খলা পরিহারের শপথ বাক্য পাঠ করান।

এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবু হানিফ, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন ভূঁইয়া প্রমুখ।