শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০৭:৩৮ পিএম

চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন না খালেদা জিয়া

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০৭:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা: উন্নত চিকিৎসার জন্য আপাতত দেশের বাইরে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কবে নাগাদ দেশের বাইরে যাবেন তারও কোনো সিডিউল নেই বিএনপির কাছে। এর আগে গত ২৯ অক্টোবর খালেদা জিয়ার চিকিৎসক বোর্ড এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন জানিয়েছিলেন, বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে প্রথমে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হবে। পরে সেখান থেকে চিকিৎসার জন্য অন্য একটি দেশে নেওয়া হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, কবে নাগাদ যাবেন তার কোনো শিডিউল এখনো পাওয়া যায়নি। তবে তাঁর জন্য গঠিত মেডিকেল বোর্ডের ৭ জন চিকিৎসকসহ সব সফরসঙ্গীর ভিসা প্রক্রিয়াও শেষ হয়েছে। তাঁর শারীরিক অবস্থাসহ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৮ নভেম্বর ‘লং ডিসট্যান্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে’ তাঁকে প্রথমে যুক্তরাজ্যের লন্ডনে নেওয়ার কথা থাকলেও শুক্রবার যাচ্ছেন না তিনি।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার ব্যাপারে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শারীরিক অবস্থাসহ সবকিছু ঠিক থাকলে তিনি চিকিৎসার জন্য বিদেশে যাবেন। খালেদা জিয়ার সঙ্গে মেডিকেল বোর্ডের সাত চিকিৎসক, নার্স ও তিন সহকারীসহ ১৬ জন যাওয়ার কথা বলেন বিএনপির এই নেতা।  

আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, ঢাকা থেকে খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যের লন্ডনে যাবেন। সেখান থেকে পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, যুক্তরাষ্ট্র কিংবা জার্মানির কোনো ‘মাল্টি ডিসিপ্লিনারি হেলথ সেন্টারে’ নেওয়া হতে পারে লিভার প্রতিস্থাপনের জন্য।

তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার জন্য এরই মধ্যে লন্ডনের কয়েকটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে যে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে নেওয়ার কথা, তাতে থাকবে সব ধরনের চিকিৎসা সহায়তার ব্যবস্থা।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান রূপালী বাংলাদেশকে জানিয়েছেন, চেয়ারপারসন কোন দিন বিদেশে উন্নত চিকিৎসার জন্য যাবেন এ বিষয়ে এখনো কোনো শিডিউল আমরা পাইনি। আপনারা কোথা থেকে সাবেক প্রধানমন্ত্রীর বিদেশে যাবার দিনক্ষণ প্রচার করছেন সেটা আমরা জানি না।

তিনি কবে বিদেশে যাবেন তা ঠিক করবে মেডিকেল বোর্ড। যেহেতু সাবেক প্রধানমন্ত্রী বেশ অসুস্থ তার সুস্থতার বিষয় রয়েছে। ৭৯ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়েছে।

আরবি/এস

Shera Lather
Link copied!