বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় ধরেই অসুস্থ। আওয়ামী সরকারের আমলে তাঁর উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার জন্য একাধিকবার আবেদন করা হলেও তা প্রত্যাখ্যান করা হয়। তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী সরকারের পতনের পর মামলার বেড়াজাল থেকে বের হওয়ার পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ারও সুযোগ পাচ্ছেন।
সেই ধারাবাহিকতায় এবার জানা গেল, আগামী জানুয়ারির প্রথম সপ্তাহেই লন্ডনের উদ্দেশে দেশ ছাড়বেন তিনি। আর এ সফরের জন্য ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে বেগম জিয়ার সফরসঙ্গী হচ্ছেন কারা।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বেগম খালেদা জিয়ার সঙ্গে সাতজন চিকিৎসকসহ ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল যাবেন। যার মধ্যে রয়েছেন- বেগম জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. মো. এনামুল হক চৌধুরী, তাবিদ মোহাম্মদ আওয়াল, ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিক, মো. শাহাবুদ্দীন তালুকদার, নুরুদ্দীন আহমাদ, মো. জাকির ইকবাল, মোহাম্মদ আল মামুন, শরিফা করিম স্বর্ণা, চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তা এবিএম আব্দুস সাত্তার, মো. মাসুদুর রহমান, এসএম পারভেজ, ফাতেমা বেগম এবং রুপা শিকদার।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আসন্ন তার এই সফরকে নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। এই সফরে ভিআইপি প্রটোকল পাবেন বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের একজন ব্যক্তিগত চিকিৎসক জানান, ম্যাডামের চিকিৎসা দুটি টিম হবে। প্রথম টিমে তার চিকিৎসা হবে লন্ডনে। এরপর তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে। এরই মধ্যে চিকিৎসাসংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে চিকিৎসা শেষে ম্যাডাম সৌদি আরবে ওমরা পালন শেষে দেশে ফিরবেন।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন