জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণ করবে না বিএনপি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে দেশের এক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
এর আগে, গতকাল বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ বৈঠকের খবর জানানো হয়।
প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই ঘোষণাপত্রের ওপর একটি সর্বদলীয় বৈঠক আয়োজন করবে।
এর আগে, গত মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহফুজ আলম সর্বদলীয় বৈঠকের বিষয়ে জানান।
তিনি বলেন, “এই বৈঠকের মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে। সেদিনই পরিষ্কার হবে, কবে ঘোষণাপত্রটি জারি করা হবে এবং সরকার কীভাবে এটি বাস্তবায়ন করবে।”
মাহফুজ আলম আরও জানান, “গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং প্রত্যাশা এই ঘোষণাপত্রে প্রতিফলিত হবে। সব রাজনৈতিক দল ও পক্ষের মতামত নিয়ে ঐকমত্যের ভিত্তিতে এটি ঘোষণা করা হবে।”

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন