শুক্রবার, ০২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৪, ০১:৪২ এএম

লন্ডনে বাংলা‌দেশ হাইক‌মিশন থে‌কে নেমে গেল বঙ্গবন্ধুর ছ‌বি

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৪, ০১:৪২ এএম

লন্ডনে বাংলা‌দেশ হাইক‌মিশন থে‌কে নেমে গেল বঙ্গবন্ধুর ছ‌বি

ছবি: সংগৃহীত

বিএন‌পি-জামায়াত সম‌র্থকরা লন্ডনের বাংলাদেশ হাইক‌মিশন থে‌কে বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহম‌া‌নের ছ‌বি না‌মি‌য়ে‌ছেন।  

শুক্রবার (৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ছ‌ড়ি‌য়ে পড়া এক ভি‌ডিওতে হাইক‌মিশনার সাইদা মুনা তাসনিমকে বক্তব‌্য রাখ‌তে দেখা যায়। বহুল আলো‌চিত এই বাংলাদেশি কূটনীতিক, যিনি যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হি‌সে‌বে ২০১৮ সাল থে‌কে দা‌য়িত্ব পালন কর‌ছেন।

সাইদা মুনা তার মেয়াদে হাইকমিশনকে একধরনের পার্টি অফিসে পরিণত করেছিলেন বলে অভি‌যোগ র‌য়ে‌ছে ক‌মিউনি‌টি‌তে। তার ‘অপকর্মের’ কারণে সম্প্রতি বঙ্গবন্ধুর ছবি তুলে নিয়ে যায় বিএনপি ও জামায়াত সমর্থকদের একটি দল, এমনটাই বলছেন অনেকে।

এব্যাপারে ব‌্যারিস্টার না‌জির আহমদ তার প্রতি‌ক্রিয়ায় ব‌লেন, ‘লন্ডন হাইকমিশন থেকে সাইদা মুনা তাসনিমকে অতিসত্বর প্রত্যাহার করা উচিত। তার মতো তৈলমর্দনকারী ও খয়ের খাঁ কোনও সুস্থ গণতান্ত্রিক দেশের জন্য ভালো নয়। তিনি কি না করেছেন, সেটা লন্ডনে নিজের চোখে দেখা! সব জায়গায় এমনকি সামাজিক ও কমিউনিটির অনুষ্ঠানগুলোতেও অপ্রাসঙ্গিকভাবে মুখে ফেনা তুলতেন স্বৈরাচার আর ফ্যাসিবাদের জয়গান গেয়ে। প্রোগ্রামগুলোতে তার কথা শুনে দৃষ্টিকটু লাগতো। যারা অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতেন তারা সাক্ষী। মানুষ এত চাটুকার হতে পারে ওই সময়ের তার বক্তৃতাগু‌লো না শুনলে কেউ বুঝতে পারবেন না।’

বিষয়টি নিয়ে জানতে শুক্রবার স্থানীয় সময় বিকা‌লে লন্ডনে নিযুক্ত বাংলাদেশি হাইক‌মিশনার সাইদা মুনা তাস‌নি‌মের ফো‌নে যোগা‌যোগ করা হ‌লে তি‌নি কোনও উত্তর দেন‌নি। ছ‌বি নামা‌নোর ব‌্যাপা‌রে ঢাকা থেকে কোনও ন‌ি‌র্দেশনা ছিল কি না, এমন প্রশ্ন লি‌খে পাঠা‌লেও জবাব দেন‌নি তি‌নি‌।

হাইক‌মিশন থে‌কে বঙ্গবন্ধুর ছ‌বি নামা‌নোর ব‌্যাপা‌রে বক্তব‌্য জান‌তে চাইলে যুক্তরাজ‌্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ স‌া‌জিদুর রহমান ফারুক ফোন ধ‌রেননি।

আরবি/জেডআর

Link copied!