বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


লন্ডন থেকে চৌধুরী মুরাদ

প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০৮:৫১ এএম

লন্ডনে বুলবুল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস ‘বাফা’ প্রতিষ্ঠিত

লন্ডন থেকে চৌধুরী মুরাদ

প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০৮:৫১ এএম

লন্ডনে বুলবুল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস ‘বাফা’ প্রতিষ্ঠিত

ছবি: রূপালী বাংলাদেশ

বুলবুল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস বাফা‍‍` ইউকে এর শুভ উদ্বোধন পূর্বলন্ডনের রেডব্রিজ এর দি ড্রাইভ চার্চে অনুষ্টিত হলো। অনুষ্ঠানের সূচনা করেন বাফা ইউকে ব্রাঞ্চের প্রিন্সিপাল জাতীয় পুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পী ও অভিনয়শিল্পী রুবাইয়াত শারমিন ঝরা। অনুষ্ঠানটিতে অমর একুশ এবং স্বাধীনতা দিবসকে সুন্দর ভাবে উপস্থাপনা করা হয়।   

অনুষ্ঠানের  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডব্রিজ কাউন্সিলর মেয়র শিলা বেইন, বারকিং ও ডাগেনহাম কাউন্সিলর মেয়র মইন কাদ্রি, এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসেন, বাংলাদেশ হাই কমিশন লন্ডনের কাউন্সিলর মউমিতা জিনাত ও প্রধান আর্থিক নিয়ন্ত্রক লন্ডন বরো অফ ওয়েম্বলি এবং লুইশাম এবং সাউথওয়ার্ক।  মৈনাক রায়।

বাংলাদেশ থেকে পাঠানো ভিডিও ফুটেজ যেখানে শুভেচ্ছা জানান বুলবুল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস বাফা বাংলাদেশ এর সভাপতি মোঃ ছাদুল্লাহ, প্রাক্তন সভাপতি হাসানুর রহমান বাচ্চু, সম্পাদক মোঃ ফজলুর রহমান, উপাধ্যক্ষ শ্রী কাজল মুখার্জি, প্রবীণ নৃত্যশিল্পী আমানুল হক, অগ্রজ নৃত্যশিল্পী সেলিনা হক এবং নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। বুলবুল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস বাফা-এর সভাপতি মোঃ ছাদুল্লাহ।

সভাপতি মোঃ ছাদুল্লাহ তার বক্তব্যের মাধ্যমে বুলবুল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস বাফা ইউকে-এর ঘোষণা দেন। সভাপতি মোঃ ছাদুল্লাহ বাফা‍‍` ইউকে এর প্রিন্সিপাল রুবাইয়াত শারমিন ঝরা এবং তার দল কে শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন  বাংলাদেশের বুলবুল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস বাফা’ এর মত বাফা ইউ কেও যেনো বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরু হয় বাফা ইউকে-এর পিয়ানো শিক্ষক এইহাম শাহীদের চমৎকার পিয়ানো মিউজিকের মাধ্যমে। একুশে ফেব্রুয়ারি এবং এক সাগরে রক্তের বিনিময়ে মিউজিকের সাথে সকল অংশগ্রহণ কারিরা মঞ্চে এসে তাদের উপস্থিতি জানান এবং সাথে নৃত্য পরিবেশন করেন বাফা ইউকে- এর নৃত্যের শিক্ষক নৃত্যশিল্পী কাজি ফারহানা আখতার।

এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নৃত্যশিল্পী সোনিয়া সুলতানা, মণিপুরি নৃত্যশিল্পী কাজী রায়হান, বাংলাদেশের নৃত্যশিল্পী মনিরুল ইসলাম মুকুল, সুপ্তি অ্যাকাডেমি’র  শিশু শিল্পীগণ, নৃত্যশিল্পী আরওয়া রশিদ, ভরতনাট্যম শিল্পী প্রাপ্তি দেবাস্কর, ধামাইল শিল্পী সোহেল আহমেদ, কাদের, মিথিলা এবং বাফা ইউকে-এর প্রিন্সিপাল রুবাইয়াত শারমিন ঝরা। নাচের পাশাপাশি আরও ছিল আবৃত্তি।

আবৃত্তিতে অংশ নিয়েছেন বাফা ইউকে-এর সদস্য আনিসুর রহমান বাদল এবং ট্রিও আর্টস এর সদস্য সাদেক আহমাদ চৌধুরি।

এছাড়াও বাফা ইউকে-এর প্রথম পিয়ানো স্টুডেন্ট যায়ান ইসলামকেও ছোট্ট একটি পিয়ানো পিস পরিবেশন করার সুযোগ দেয়া হয়। 

উপস্থাপনায় ছিলেন বাফা ইউকে-এর সদস্য শায়লা শারমিন এবং ট্রিও আর্টস এর সদস্য রুমি হক। অনুষ্ঠানের সামগ্রিক সহযোগিতায় ছিলেন মেসবাহ শাহীদ, বাতিরুল হক, অপু চৌধুরী, আযান চৌধুরী, ইমরান খান, সাজেল কুরেশি, ঈহান শাহীদ এবং শাহ্‌নুর হোসেন। শিল্পীদের ট্রফি স্পন্সর করেছে এম এন একাউন্টেনসি এবং পুরো অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিলেন মেহতাব শাহীদ।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্যামল চৌধুরী, ঊর্মি মাযহার, ইমতিয়াজ আহমেদ, ডঃ আনন্দ গুপ্তা, রোকশানা খান, নিলুফার হাসান, মোস্তফা কামাল, আব্দুল আজিজ, মোঃ শাহিদ আলি, সিড সাহা, মিরা বড়ুয়া, শাহিদুর রহমান, নন্দিতা মুখার্জি, স্মৃতি আজাদ, নাসির উদ্দিন, ইফতেখার চৌধুরীসহ আরও অনেকেই। অতিথিরা সকলেই বাফা ইউকে’র সফলতা কামনা করেন।

আরবি/জেডআর

Link copied!