লন্ডনে জগন্নাথপুর স্বরুপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে ইফতার মাহফিল ও প্রকাশিতব্য স্মরনিকার মোড়ক উন্মেচন করা হয়েছে।
সোমবার পূর্বলন্ডনের একটি রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্টানে ইফতারপূর্ব আলোচনা সভায় কবি আব্দুল মোখতার মুকিতের সভাপতিত্বে ও শতবর্ষ উদযাপন কমিটির যুগ্মআহবায়ক মির্জা জুয়েল আমিনের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পীকার ছুল্লুক আহমদ, সাংবাদিক মতিয়ার চৌধুরী, কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র শহিদ আলী, প্রেসক্লাবের সেক্রেটারী তাইছির মাহমুদ, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা ট্রাষ্টের সাবেক সেক্রেটারী আঙ্গুর আলী।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন শতবর্ষ কমিটির আহবায়ক গবেষক সাংস্কৃতিক ব্যক্তিত্ব জোবায়ের আহমদ হামজা।
এতে আরো বক্তব্য রাখেন শামীম আহমদ, জান্নাতুল ইসলাম, মতিউর রহমান, আনা মিয়া, নূরুল হক, আলম রব্বানী, আব্দুস সত্তার, আতাউর রহমান, রিপন মিয়া, হাছিনুর রশিদ ভূইয়া, মোহাম্মদ পায়েল ও আরো অনেকে।
মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মৌলানা আজিজুর রহমান।
ইফতার পরবর্তী মোড়ক উম্মোচনকালে বিদ্যালযের শতবর্ষের সঠিক ইতিহাস তুলে ধরতে এ সংকলন প্রকাশনার উদ্যেশ্য বলে জানায় হয়।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন