‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে অশুভর বিনাশ আর শুভ শক্তির আগমন কামনায় আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব দোহা কাতারের উদ্যোগে বর্ষবরণ ১৪৩২ অনুষ্ঠিত হয়েছে ৷
সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় স্থানীয় নাজমা রয়েল আসকার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন কাতারের তরুণ প্রবাসী ও তাদের পরিবারের সদস্যরা ৷ নেচে গেয়ে প্রবাসীরা উদযাপন করেন পহেলা বৈশাখের আয়োজন ৷
ইকবাল হোসেন রনি’র সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওবায়েদুর রহমান।
বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন আকাশ মিডিয়া ভুবন কাতারের সভাপতি কাজী আরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ভূঁইয়া, কাতার সরকারের আমন্ত্রণে কাতারে সফররত বিশিষ্ট শিক্ষাবিদ জিল্লুর রহমান বিশ্বাস।
বৈশাখী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি গোলাম সারোয়ার মিশু, সহ-সভাপতি ই এম আকাশ, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মিরু, সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান, বাবু খানসহ অনেকেই।
বাঙালির ঐতিহ্য পান্তা-ইলিশ ও হরেক রকমের ভর্তার মাধ্যমে শেষ হয় নৈশভোজ ৷ কাতারের রাষ্ট্রদূত এই আয়োজনকে স্বাগতম জানিয়েছেন ৷

 
                            -20250416034823.jpg) 
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন