বাহরাইনের রিফা এলাকায় স্থানীয় একটি হোটেলে প্রবাসী সিলেট বিভাগের জাতীয়তাবাদী আদর্শের যুবক, তরুণ ও সাবেক ছাত্রনেতাদের সমন্বয়ে গঠিত হয়েছে সিলেট বিভাগীয় বিএনপির আহ্বায়ক কমিটি।
শাহিন আল মামুন ও জগলু আহমেদের যৌথ সঞ্চালনায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আব্দুল বাসিত আছিদ।
এ সময় উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সমবায় বিষয়ক সম্পাদক মো. রেজান আহমেদ রেজান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, সদস্য চিকন আহমেদ, মো. মুজিবুর রহমান ও মো. সাব্বির মিয়া।
সভায় সর্বসম্মতিক্রমে মো. সোহেল আহমেদকে আহ্বায়ক এবং মোহাম্মদ রানাকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন মো. আকবর আলী, মো. জগলু আহমেদ, মো. মাসুম আহমেদ পারভেজ, মো. ফরহাদ আহমেদ, মো. মির জাহান, শাহিন আল মামুন, শাফিউর রহমান, আমির উদ্দিন খান, মো. নুরুল ইসলাম জুয়েল ও আবদুল করিম তালুকদার।
সদস্যরা হলেন এম. এম. এ শামীম, জুয়েল মিয়া, নওশাদ আলী, মো. বখতিয়ার আহমেদ, মো. আজমল মিয়া, দুলু মিয়া, মোফাজ্জল হোসেন, মাসুম আহমেদ, সৈয়দ জাবের আহমেদ, ইদ্রিচ মিয়া, জসিম উদ্দিন, সায়েম আহমেদ, জাকির আহমেদ, ফুল মিয়া খান, মুন্না আহমেদ, জুনায়েদ আহমেদ, জাহাঙ্গীর আলম, আবুল কাসেম ও মো. মাসুদ মিয়া।
আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন