বুধবার, ১৪ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ধর্ম ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৪, ০৮:২০ এএম

রমজান মাসের ৩০ দিনের যাবতীয় দোয়া সমূহ

ধর্ম ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৪, ০৮:২০ এএম

রমজান মাসের ৩০ দিনের যাবতীয় দোয়া সমূহ

রমজান বা রামাদান ইসলামি বর্ষপঞ্জির ৯ম মাস এবং ইসলাম ধর্ম মতে সবচেয়ে পবিত্রতম মাস এটি। এই মাসে মুসলমানগণ ধর্ম র্চচার অংশ হিসেবে ভোর থেকে সুর্যাস্তের পর পর্যন্ত সকল প্রকার পানাহার ও যৌনাচার থেকে বিরত থাকাকে রমজান বলে। একে আরবীতে 'সিয়াম'বলে বাংলাদেশে যা মুলতঃ'রোযা'বলে পরিচিত।

মাসটির শেষ দশ দিনে (সাধারণত বিজোড় রাতে) লাইলাতুল কদর পালন করা হয়। মুসলমানরা এই রাত্রিকে হাজার মাস অপেক্ষা উত্তম রাত্রি বলে বিশ্বাস করেন। হাদীসে লাইলাতুল কদরের ইবাদতের দ্বারা এক হাজার মাস এর ইবাদতের সমপরিমান ছওয়াব পাওয়ার কথা বলা হয়েছে।

রমজান মাসের কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাগুলী হলো

২ রমজান - মুসা (আ:) তাওরাত প্রাপ্ত হন।

১০ রমজান – হযরত মুহাম্মাদ (সা:) - এর প্রথম স্ত্রী খাদিজা বিনতে খুওয়াইলিদ (রা:)

মৃত্যুবরণ করেন।

২০ রমজান - হযরত মুহাম্মাদ (সা:) মক্কা বিজয় করেন।

২৭ রমজান হযরত মুহাম্মাদ (সা:) পবিত্র কুরআন প্রাপ্ত হন।

প্রিয় পাঠক রোজার কার্যক্রম যেহেতু সেহরী খাওয়ার মাধ্যমে শুরু হয় তাই আমরা প্রথমে রোজার নিয়াত শিখব।

রোজারে নিয়াত:

 

রোজারে নিয়াত: নাইওয়াইতুয়ান আছুমা গদাম মিন শাহরী রমাদনাল মোবারকি ফারদল্লাকা ইয়া আল্লাহু ফাতা কব্বাল মিন্নি ইন্নাকা আংতাছ ছামিউল আলিম।

রোজার নিয়াত এর বাংলায় অর্থ: হে আল্লাহ! আগামীকাল পবিত্র রমযান মাসে তোমার পক্ষ থেকে ফরজ করা রোজা রাখার নিয়ত করলাম, অতএব তুমি আমার পক্ষ থেকে কবুল কর,নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

 

 

ইফতারের দোয়া:

 

ইফতারের দোয়া: আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা, ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

ইফতারের দোয়ার বাংলা অর্থ: হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক্বের মাধ্যমে ইফতার করছি।

তারাবির নামাজের আরবী নিয়ত:

উচ্চারণ:না-ওয়াইতু আন উসললিয়া ল্লিলাহি তাআলা,রকাআতাই সলাতিত তারাবিহী সুন্নাতু

রসুল্লিলাহি তাআলা। মুতাওয়াযজ্জিহান ইলা যিহাতিল কা-বাতিশ শারিফাতি,আল্লাহু আকবার।

এছাড়া তারাবির নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করেন তবে“মুতাওয়াযজ্জিহান“এর আগে ইক্বতাদাইতু বি হাজাল ইমাম বলতে হবে।

তারাবির নামাজের বাংলা নিয়ত:

তারাবির নামাজের বাংলা নিয়ত:-আমি ক্বিবলামুখি হয়ে দু'রাকাআত তারাবির সুন্নতে মুয়াক্কাদাহ নামাযের নিয়ত করছি। আল্লাহু আকবার।

তারাবিহ নামাজের দোয়া:

উচ্চারণ : সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা জিল ইয্যাতি ওয়াল আঝমাতি ওয়াল হায়বাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়ায়ি ওয়াল ঝাবারুত। সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাজি লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত আবাদান আবাদান;সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়িকাতি ওয়ার রূহ।

তারাবি নামাজের মুনাজাত:

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউজুবিকা মিনাননার। ইয়া খালিক্বাল জান্নাতিওয়ান নার। বিরাহমাতিকা ইয়া আঝিঝু ইয়া গাফফার,ইয়া কারিমু ইয়া সাত্তার,ইয়া রাহিমু ইয়া ঝাব্বারু,ইয়া খলিকু ইয়া বাররু। আল্লাহুম্মা আঝিরনা মিনাননার। ইয়া মুঝিরু,ইয়া মুঝিরু,ইয়া মুঝির। বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

প্রিয় দর্শক আপনাদের কেমন লাগলো এ লেখাটি,তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

Link copied!