ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫

গুণীজন ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোকে সংবর্ধনা প্রদান  

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৫:৩২ পিএম
ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোকে সংবর্ধনা প্রদান। ছবি- সংগৃহীত

সুশিক্ষার প্রসার ও সমাজ সংস্কারে বিশেষ অবদানের জন্য ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫’ প্রাপ্তি উপলক্ষে গুণীজন ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোকে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) অনাড়ম্বর এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন রাজধানীর মিরপুরে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ এবং বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্ট।

বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের রেক্টর প্রফেসর তরুণ কান্তি বড়ুয়া। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণীজন ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো। অনুষ্ঠানে মহান এই বৌদ্ধ সন্ন্যাসীর কর্মময় বর্ণিল জীবনের নানা দিক নিয়ে আলোকপাত করেন কলেজের অধ্যক্ষ ড. সঞ্জয় কুমার ধর, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মো. জাকিদুল ইসলাম এবং মোস্তাকিয়া মাহমুদা পারভীন। সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সিনিয়র সহকারী শিক্ষিকা তাহমিনা।

উল্লেখ্য, গুণীজন ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো একজন আশ্রিত অনাথ হিসেবে পার্বত্য চট্রল বৌদ্ধ অনাথ আশ্রমে আসেন ১৯৬৬ সালে। ঐতিহ্যবাহী আশ্রমটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ১৯৭৪ সালে। তখন থেকেই সমমনা পাঁচ জন বৌদ্ধ ভিক্ষুকে সাথে নিয়ে প্রতিষ্ঠা করেন অনাথ আশ্রম আবাসিক উচ্চ বিদ্যালয়, ধর্মোদয় পালি কলেজ, রাঙ্গাপানি মিলন বিহার, মোনঘর স্বেচ্ছাসেবী সংস্থা, মোনঘর শিশু সদন, মোনঘর আবাসিক বিদ্যালয়, মোনঘর পালি কলেজ, বনফুল শিশু সদন এবং বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের মতো স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান।