কোনো ব্যক্তি যদি চলতি পথে বা কোনো সংবাদের মাধ্যমে ভালো কিছু দেখে বা শোনে, তার উচিত কল্যাণ কামনা করা। বরকতের দোয়া করা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যদি তোমাদের কেউ তার ভাইয়ের কিছু দেখে বিমুগ্ধ হয়, সে যেন তার জন্য বরকতের দোয়া করে।’ (ইবনে মাজাহ, হাদিস : ৩৫০৯)
বরকতের দোয়া করার সময় আমরা আরবিতে এভাবে বলতে পারি-
বাংলা উচ্চারণ:‘আল্লাহুম্মা বারিক লাহু বা লাহা’।
বাংলা অর্থ: হে আল্লাহ, আপনি তা বরকতময় করুন।
লাহু /লাহার ব্যবহার
ভাষার ব্যবহারে নারী ও পুরুষের আলাদা নিয়ম-নীতি রয়েছে। ‘লাহু’ শব্দটি সব সময় পুরুষের জন্য ব্যবহার করা হবে। আর ‘লাহা’ শব্দটি সব সময় নারীর জন্য ব্যবহার করা হবে। তথা পুরুষবাচক কল্যাণময় জিনিস দেখলে বলতে হবে ‘আল্লাহুম্মা বারিক লাহু’ আর নারীবাচক কোনো কল্যাণময় জিনিস দেখলে বলতে হবে ‘আল্লাহুম্মা বারিক লাহা’।
আল্লাহুম্মা বারিক লাহু বলার উপকারিতা
আল্লাহ প্রার্থনাকারী বান্দাকে পছন্দ করেন। কেউ কারো জন্য দোয়া করলে ফেরেশতারাও তার জন্য দোয়া করেন। ফেরেশতাদের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন।
রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘কোনো মুসলিম অপর মুসলিমের জন্য বিশেষ মনে দোয়া করলে দোয়া কবুল হয়। সেখানে একজন ফেরেশতা নিযুক্ত থাকেন। যখনই ওই ব্যক্তি তার মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে তখন ওই ফেরেশতা ‘আমিন, আমিন’ ও তোমার জন্যও অনুরূপ হোক বলেন।’ (মেশকাত, হাদিস: ২২২৮)
আপনার মতামত লিখুন :