জীবন ও মৃত্যু একমাত্র আল্লাহর হাতে। কিন্তু কার মৃত্যু কখন, কীভাবে এবং সেই মৃত্যু কী মর্যাদা বহন করবে—ইসলাম তা ব্যাখ্যা করেছে অত্যন্ত মানবিক ও অর্থপূর্ণভাবে। বিশেষ করে যে মৃত্যুগুলোতে রয়েছে শারীরিক কষ্ট, আত্মত্যাগ ও ধৈর্যের পরীক্ষার ছাপ; ইসলাম সেগুলোর জন্য রেখেছে বিশেষ পুরস্কার ও মর্যাদা।
মুমিন ব্যক্তি আগুনে পুড়ে বা আরও কিছু দুর্ঘটনায় কষ্ট পেয়ে মারা গেলে এর বিনিময়ে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করেন। হজরত জাবের বিন আতিক (রা.) আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেছেন, আল্লাহর পথে জিহাদে নিহত হওয়া ছাড়া আরও সাত ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করেন।
তারা হলো-
১. প্লেগ রোগে আক্রান্ত হয়ে যে মারা যায়
২. পানিতে ডুবে যে মারা যায়
৩. প্লুরিসি রোগে আক্রান্ত হয়ে যে মারা যায়
৪. পেটের রোগে যে মারা যায়
৫. আগুনে পুড়ে যে মারা যায়
৬. কোনো কিছু চাপা পড়ে যে মারা যায়
৭. যে নারী সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। (সুনানে আবু দাউদ: ৩১১৩)
আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত আরেকটি হাদিসে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, শহীদ হল পাঁচ ব্যক্তি; প্লেগরোগে মৃত, পেটের রোগে মৃত, পানিতে ডুবে মৃত, দেওয়াল চাপা পড়ে মৃত এবং আল্লাহর পথে লড়াই করে নিহত ব্যক্তি। (সহিহ মুসলিম: ৫০৪৯)
তবে ইসলাম প্রতিষ্ঠার জন্য লড়াই করে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া ব্যক্তিদের মতো এ রকম দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের গোসল ছাড়া সমাহিত করা হবে না। আগুনে পুড়ে এবং অন্যান্য দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তিদের স্বাভাবিক নিয়মে গোসল করানো হবে, তাদের কাফন, জানাজা ও দাফনও স্বাভাবিক নিয়মেই করতে হবে।
আগুনে পুড়ে এবং উল্লিখিত রোগ ও দুর্ঘটনাগুলোর কারণে মৃত্যু হলে শহীদের মর্যাদা লাভ করার কারণ হলো, এসব মৃত্যু অত্যন্ত কঠিন ও যন্ত্রণাদায়ক, এই যন্ত্রণার মধ্য দিয়ে যাওয়ার কারণে তাদের সব গুনাহ মাফ করে দেওয়া হয় এবং মর্যাদা বৃদ্ধি করে তাদেরকে শহীদদের মর্যাদায় পৌঁছে দেওয়া হয়।
ইমাম নববি (রহ.) বলেন, আলেমরা বলেছেন, এই ধরনের মৃত্যুকে শহীদের মর্যাদা দেওয়া হয়েছে আল্লাহ তাআলার অনুগ্রহ ও দয়া থেকে; কারণ এই মৃত্যুগুলো তীব্র কষ্টে ও যন্ত্রণার। (শরহু মুসলিম লিননববি: ১৩/৬৩)
ইবনুত তীন (রহ.) বলেন, এগুলো অনেক কষ্টের মৃত্যু। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির ওপর অনুগ্রহ করে এগুলোকে তাদের জন্য গুনাহ মাফ ও সওয়াব বৃদ্ধির মাধ্যম বনিয়েছেন এবং এর মাধ্যমেই আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মর্যাদায় উন্নীত করবেন। (ফাতহুল বারি: ৬/৪৪)
আপনার মতামত লিখুন :