দরজায় কড়া নাড়ছে মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই শেষ খবর পাওয়া পর্যন্ত দেশের বাইরেই অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২৮ মার্চ থেকে “শেখ হাসিনার পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা” দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে সেই তথ্যটি ভুয়া বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।
উল্লেখ্য , ভিডিওটিতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, “বিদেশে থাকলেও মনটা পড়ে আছে দেশে। দেশবাসীর সাথে সবসময়ই আমি একাত্মতাবোধ করি।.. ঈদের শুভেচ্ছা সবাইকে আমি জানাচ্ছি। ঈদ মোবারক।” এছাড়াও, ভিডিওটিতে শেখ হাসিনার হজ করার সময়কার ফুটেজও সংযুক্ত করে প্রচার করা হয়।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনা ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শীর্ষক দাবিতে প্রচারিত ভিডিওটি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শেখ হাসিনার ভিডিও বার্তার নয় বরং, প্রায় পাঁচ বছর পূর্বে ২০১৯ সালের ঈদুল ফিতর উপলক্ষে সেসময়ের ভিডিও বার্তার দৃশ্য সম্প্রতি আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে শেখ হাসিনার কোনো ভিডিও বার্তা দেওয়ার সপক্ষে গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
পরবর্তী অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম সময় টিভি’র ইউটিউব চ্যানেলে “দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা” শীর্ষক শিরোনামে ২০১৯ সালের ৫ জুনে প্রচারিত একটি ভিডিও সংবাদ প্রতিবেদন পাওয়া যায়।

উক্ত সংবাদ প্রতিবেদনটিতে বলা হয়, “দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রীয় সফরে ফিনল্যান্ডে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও বার্তায় এ শুভেচ্ছা জানান।” এছাড়াও, প্রতিবেদনটিতে শেখ হাসিনার একই ভিডিও বার্তাটিও প্রচার করা হয়েছে। উক্ত ভিডিও বার্তায় শেখ হাসিনাকে এক পর্যায়ে বলতে শোনা যায়, “…বিদেশে থাকলেও মনটা পড়ে আছে দেশে। দেশবাসীর সাথে সবসময়ই আমি একাত্মতাবোধ করি। ঈদের শুভেচ্ছা সবাইকে আমি জানাচ্ছি। ঈদ মোবারক।…”
সময় টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত উল্লিখিত শুভেচ্ছা বার্তাটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত শেখ হাসিনার শুভেচ্ছা বার্তার তুলনা করলে বক্তব্য, পরিধেয় পোশাক, পারিপার্শ্বিক অবস্থার সাদৃশ্য পাওয়া যায়। তাছাড়া, প্রচারিত ভিডিওটিতে সময় টিভির লোগোও লক্ষ্য করা যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, প্রচারিত ভিডিওটি মূলত উপরোল্লিখিত সংবাদ প্রতিবেদনটিতে সংযুক্ত শেখ হাসিনার ভিডিও বার্তার দৃশ্য থেকেই নেওয়া হয়েছে।
অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪ এর ওয়েবসাইটে “বিদেশে থাকলেও মনটা পড়ে আছে দেশে: শেখ হাসিনা” শীর্ষক শিরোনামে ২০১৯ সালের ৫ জুনে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, “এক মাসের সিয়াম সাধনার পর বুধবার (০৫ জুন ২০১৯) সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছেন বাংলাদেশের মুসলিমরা। প্রতি বছর ঈদে প্রধানমন্ত্রী গণভবনে সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেও এবার ফিনল্যান্ডে থাকায় তা হচ্ছে না। মঙ্গলবার (০৪ জুন ২০১৯) ভিডিও বার্তায় ঈদ শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “প্রিয় দেশবাসী সব সময় দেশে থেকে আপনাদের সাথে ঈদ উদযাপন করি। এবারে বিভিন্ন কারণে আমাকে দেশের বাইরে যেতে হয়েছে। এবারে বিদেশে থাকতে হল। বিদেশে থাকলেও মনটা পড়ে আছে দেশে। “দেশবাসীর সাথে সব সময় একাত্মতা জানাই। দেশবাসী সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।”” এছাড়াও, ঈদযাত্রাসহ নানা বিষয়ে শেখ হাসিনার বলা বক্তব্যের বিষয়েও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য যে, প্রচারিত ভিডিওটিতে শেখ হাসিনার ভিডিও বার্তার শেষে শেখ হাসিনার হজের একাধিক দৃশ্যও সংযুক্ত করে প্রচার করা হয়েছে। তবে, এসব দৃশ্যের সাথে আসন্ন ঈদুল ফিতরের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
সুতরাং, ২০১৯ সালের ঈদুল ফিতর উপলক্ষে শেখ হাসিনার সেসময়ের ভিডিও বার্তার দৃশ্য সম্প্রতি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শেখ হাসিনার ভিডিও বার্তার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন