ঢাকা সোমবার, ১৯ মে, ২০২৫

নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার, হাসিনা স্টাইলে মনোযোগ ঘোরানোর কৌশল: হাসনাত

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৯, ২০২৫, ০২:১০ পিএম
হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

৬২৬ জনকে নিরাপদে দেশের বাইরে পাঠিয়ে এখন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিচারের নাটক মঞ্চস্থ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (১৯ মে) নিজের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এমন কথা বলেন হাসনাত।

পোস্টে হাসনাত লিখেন, ‘অভিযুক্ত খুনিকে কোনো প্রকার আইনি বাধা ছাড়াই দেশ ছাড়তে দেওয়া হয়। একইসঙ্গে জানা গেছে, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট তৈরি করে দেওয়ার ঘটনাও ঘটেছে, যা নিয়ে শুরু হয়েছে সমালোচনা।’

‘বহু প্রতীক্ষিত দ্বিতীয় ট্রাইব্যুনালের কার্যক্রম জানুয়ারি মাসে শুরু হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও তা শুরু হয়নি। বিষয়টি ঘিরে সংশ্লিষ্ট মহলে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।’

তিনি আরও লিখেন, ‘আলোচিত ‘ইন্টেরিম’ বিষয়ক ৬২৬ জনের একটি তালিকার অস্তিত্ব জানানো হলেও, তা এখনো জনসম্মুখে প্রকাশ করা হয়নি বা তাদের অবস্থান সম্পর্কে রাষ্ট্র কোনো স্পষ্ট তথ্য দেয়নি। এই ৬২৬ জনকে নিরাপদে দেশের বাইরে পাঠিয়ে এখন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিচারের নাটক মঞ্চস্থ করা হচ্ছে।’

হাসনাত লিখেন, ‘এগুলো বিচার নয়, এগুলো ‘হাসিনা স্টাইলে’  মনোযোগ ঘোরানোর কৌশল। প্রকৃত অপরাধীদের আড়াল করে, আলোচনাকে ভিন্ন খাতে নেওয়ার প্রয়াস চলছে।’