ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

বিদেশে ছাত্রলীগ নেতাদের ভিআইপি পিকনিক, ভিডিও ভাইরাল

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২৭, ২০২৫, ০৮:২১ পিএম
ছবি ভিডিও নেওয়া।

যুক্তরাজ্যে পিকনিকের আয়োজন করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ।

মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যার পর নিজের ফেসবুক আইডিতে পিকনিকের একটি ভিডিও পোস্ট করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ফেসবুক পোস্টে জুলকারনাইন লিখেছেন, ‘লুটের টাকায় পিকনিক! ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল কবির শয়ন ও ঢাকা উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ মিলে যুক্তরাজ্যে আয়োজন করল এক ‘ভিআইপি পিকনিক’। ব্যয় হলো সেই টাকা, যা দেশের সাধারণ মানুষের রক্ত-ঘামের অর্জন থেকে লুট করা হয়েছে।’

তিনি আরও লিখেছেন, ‘১০টি গাড়িতে করে ৪০ জনের ‘প্রমোদ ভ্রমণ’, অথচ ছাত্রলীগের জেলে আটক কিংবা আত্মগোপনে থাকা কর্মীদের ও তাদের পরিবারকে সহায়তার বিষয়ে এদের নেই কোনো ভূমিকা।’

‘এই বিশাল আয়োজনের পেছনে ছিল যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা ফখরুল কামাল জুয়েল-ছাত্র রাজনীতিকে কলুষিত করার আরেক হোতা। কোনো লজ্জা, অনুশোচনা বোধই যেন এদের নেই’-লেখেন জুলকারনাইন।


সেই পোস্টে অনেকেই কমেন্ট করেন। কয়েকজনের কমেন্টে তুলে ধরা হলো- ‘সিংগারা খাওয়া কর্মীরা যতদিন এগুলা বুজবে না ততদিন এই জাতির মুক্তি নাই’, ‘এজন্যই এরা আর কখনো জনগণের কাতারে আসতে পারবে না.... ফেরারি হয়েই জীবন কাটাতে হবে.... গণমানুষের নেতা হওয়াটা এত সোজা না অন্তরে দেশপ্রেম থাকতে হয়’ ,‘লীগ কষ্ট আপনার চোখে পরলে ও যারা,কষ্ঠ করে তারা কখনোই তাদের কষ্টের কারণ দেখবে না। আবার যারা আনন্দ করে তাদেরই গোলামি করবে’, ‘এরা আজ দেশ থেকে সব টাকা-পয়সা লুটপাট করে নিয়ে গেছে এজন্যই আমাদের ব্যবসা-বাণিজ্য ব্যবস্থা খারাপ আমাদের বেচাকেনা নাই কাস্টমার নাই লুটপাট করে আনন্দ করে আর আমরা অর্থনৈতিক অর্থনৈতিক কষ্টে ভুগতেছি আল্লাহ এদেরকে কঠিন বিচারের মুখোমুখি দাঁড় করাক।’