রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির সাম্প্রতিক মন্তব্যকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে কড়া সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, টিভি টকশো ও ইউটিউব প্ল্যাটফর্মে রনি ‘মিথ্যাচার ও তথ্য বিকৃতির অন্যতম উৎসে’ পরিণত হয়েছেন।
শুক্রবার (৪ জুলাই) নিজের ফেসবুক পোস্টে শফিকুল আলম লিখেন, গোলাম মাওলা রনি এখন আমাদের টিভি টকশো ও ইউটিউব ভিডিওগুলোর মিথ্যাচার ও বিভ্রান্তির অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছেন।
সম্প্রতি বেসরকারি একটি টিভি চ্যানেলের টকশোতে গোলাম মাওলা রনি দাবি করেছেন যে, নূর হোসেন—স্বৈরাচার বিরোধী আন্দোলনের কিংবদন্তি শহীদ—নাকি জনতার হাতে নিহত হয়েছেন!’
পাল্টা মন্তব্যে প্রেস সচিব বলেন, ‘১৯৮৭ সালের ১০ নভেম্বর জেনারেল এরশাদের নিরাপত্তা বাহিনীর গুলিতেই নূর হোসেন শহীদ হন—এই তথ্য ইতিহাস ও গণমাধ্যমেই সুপ্রতিষ্ঠিত। তাহলে রনি কি এখন এরশাদের দায় মুছে ফেলার দায়িত্ব নিয়েছেন?’
প্রেস সচিব আরও সমালোচনা করে বলেন, ‘সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, সময় টিভির সেই আলোচনায় উপস্থাপকও কোনো প্রতিবাদ জানাননি। যখন মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্যের জায়গা দেওয়া হয়, তখন প্রচারমাধ্যমও সেই দায় এড়াতে পারে না।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন