ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

‘বিলাল হোসেনের পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার’

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৫:৩৯ পিএম
জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্ট। ছবি- সংগৃহীত

মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিক বিলাল হোসেনের পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত অবশেষে প্রত্যাহার করেছে সরকার।সোমবার (৭ জুলাই) বিকেলে ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

সোমবার (৭ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘২০১৮ সালে আপনার পাসপোর্টের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কিছুক্ষণ আগেই তুলে নেওয়া হয়েছে। আপনি মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে আবেদন করলেই পাসপোর্ট ইস্যু করা হবে বলে নিশ্চিত হয়েছি।’

সায়ের জানান, ২০১৮ সালে মালয়েশিয়ার একটি শহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার অভিযোগে বিলাল হোসেনের পাসপোর্ট বাতিল করে তৎকালীন সরকার।

তিনি বলেন, ‘স্বৈরাচার পতনের এক বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত বিলাল হোসেনকে তার পাসপোর্ট প্রদান করা হয়নি। যদিও বিভিন্ন মন্ত্রণালয় এ বিষয়ে সম্মতি দিয়েছিল, তথাপি মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন এবং পাসপোর্ট অধিদপ্তর অনাকাঙ্ক্ষিত গড়িমসি করেছে।’

সায়ের তার পোস্টে আরও লেখেন, ‘অনতিবিলম্বে বিলাল হোসেনকে তার পাসপোর্ট প্রদান করা উচিত—এটাই ন্যায়বিচার এবং দায়িত্বশীল রাষ্ট্রব্যবস্থার লক্ষণ।’

পাসপোর্ট না থাকায় বিলাল হোসেন দীর্ঘদিন ধরে দেশে ফিরতে পারেননি এবং প্রবাসে প্রতিনিয়ত নানা সমস্যার মুখে পড়েছেন বলে জানা গেছে। তার প্রতি এই বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ জানিয়ে কয়েকবার সামাজিক মাধ্যমে সরব হন সাংবাদিক সায়ের।