ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫

তাসনিম জারার হাফ প্যান্ট পরা ভাইরাল ছবিটি ভুয়া

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ১২:৫৯ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া তাসনিম জারার হাফ প্যান্ট পরা ছবিটি ভুয়া। ছবি- সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার একটি ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে তাঁকে হাফ প্যান্ট পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে ছবিটি আসল নয়। এটি সম্পূর্ণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি বিকৃত ছবি।

তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার টিম জানায়, ভাইরাল ছবিটি প্রকৃত নয়। মূল ছবিতে ডা. তাসনিম জারা ছিলেন ফুল প্যান্ট পরা অবস্থায়, যা এআই টুলের মাধ্যমে সম্পাদনা করে হাফ প্যান্টে রূপান্তর করা হয়েছে।

বিষয়টি প্রথমে নজরে আসে ‘Fariha Nishat’ নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে ৩ জুলাই প্রকাশিত একটি পোস্টে। সেখানে ভাইরাল ছবির পাশাপাশি মূল ছবিটিও যুক্ত করা হয়, যেখানে ফারিহা নিশাত এবং তাসনিম জারাকে দুজনেই ফুল প্যান্ট পরিহিত দেখা যায়। ফারিহা নিশাত জানান, তাঁদের ব্যক্তিগত একটি ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।

রিউমর স্ক্যানার জানায়, ভাইরাল ছবির পটভূমি মূল ছবির সঙ্গে সাদৃশ্যপূর্ণ হলেও তাসনিম জারার আঙুলের গঠনে অসামঞ্জস্যতা এবং বিকৃতি লক্ষ্য করা যায়, যা স্পষ্টতই ছবির বিকৃতির প্রমাণ।

বর্তমানে উন্নত এআই টুল ব্যবহারে সহজেই কারো পোশাক বা চেহারা পরিবর্তন করা সম্ভব, পটভূমি অপরিবর্তিত রেখে। ভাইরাল ছবিটিও এই প্রযুক্তির অপব্যবহারের উদাহরণ। ডা. তাসনিম জারার হাফ প্যান্ট পরা ভাইরাল ছবিটিও ঠিক এমনভাবেই বানানো হয়েছে।

তথ্যপ্রযুক্তির অগ্রগতির এই যুগে ভুয়া তথ্য ও ছবি তৈরির মাধ্যমে ব্যক্তিগত সম্মানহানির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। ডা. তাসনিম জারার ‘হাফ প্যান্ট বিতর্ক’ সেই শিকারই একটি সাম্প্রতিক উদাহরণ। তাই সতর্ক না থাকলে এমন এডিটেড কনটেন্ট ভবিষ্যতে যেকোনো ব্যক্তির ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে পারে।