চট্টগ্রামে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে ভিজে কারবালার শহিদদের স্মরণে তাজিয়া মিছিল করেছে চট্টগ্রামের শিয়া সম্প্রদায়ের মানুষ। রোববার (৬ জুলাই) সকালে কারবালার শহিদদের স্মরণে এই বৃষ্টির মধ্যেই তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়।
সকাল ১০টার দিকে নগরীর সদরঘাট ইমামবাড়া থেকে শুরু হওয়া মিছিলটি নিউ মার্কেট, জিপিও, কোতোয়ালি মোড় ও আলকরণ এলাকা প্রদক্ষিণ করে আবার সদরঘাট ইমামবাড়ায় গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন সদরঘাট ইমামবাড়ার পেশ ইমাম মাওলানা আমজাদ হোসেন।
মিছিল প্রসঙ্গে মাওলানা আমজাদ হোসেন বলেন, ‘প্রায় ১৪০০ বছর আগে এই দিনে মানবতার ইতিহাসে সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা ঘটে। ইমাম হোসাইন (র.) সত্য ও ন্যায়ের পথে জীবন উৎসর্গ করেছিলেন। আমরা তার সেই আত্মত্যাগের স্মরণে শোক পালন করছি।’
তাজিয়া মিছিলে নারী-পুরুষ, কিশোর-কিশোরী থেকে শুরু করে শিশু ও বৃদ্ধরা অংশ নেন। অনেকেই শোকের প্রতীক কালো পোশাক পরিধান করেন, কেউ কেউ হাতে কালো পতাকা, পাঞ্জা ও বিভিন্ন ব্যানার বহন করেন।
নগরীতে মিছিলকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম দায়িত্ব পালন করে এবং স্বেচ্ছাসেবকরাও সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করেন।
ইমামবাড়ায় ফিরে বিশেষ মোনাজাত ও দোয়ার মাধ্যমে তাজিয়া মিছিল শেষ হয়। মিছিলে অংশ নেওয়া শিয়া সম্প্রদায়ের সদস্যরা কারবালার শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।