ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫

নতুন ইস্যু নিয়ে জটিলতা সৃষ্টি নির্বাচন বিলম্বিত করার যড়যন্ত্র: প্রিন্স

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০৮:১৬ পিএম
বিএনপি জাতীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপি জাতীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে বিএনপি প্রস্নাতীতভাবে অঙ্গীকারাবদ্ধ। স্বৈরাচার ও ফ্যাসিবাদ দ্বারা দেশের সঙ্গে সঙ্গে বিএনপিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বৈরাচার ও ফ্যাসিবাদ যাতে আর পুনরুত্থান না ঘটে সে জন্য আন্তরিকভাবেই সংস্কার চায়। কিন্তু সংস্কারের নামে অযৌক্তিক ও জন সম্পৃক্তহীন নিত্য নতুন ইস্যু নিয়ে জটিলতা সৃষ্টি নির্বাচন বিলম্বিত করার যড়যন্ত্র।

রোববার (৬ জুলাই) ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন কলেজ ছাত্রদলের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এ ছাড়াও আজ দুপুরে উপজেলা ও ইউনিয়ন মহিলা দল এবং বিকেলে উপজেলা ও ইউনিয়ন ওলামা দলের নেতাদের সঙ্গে পৃথক পৃথক মতবিনিময় সভায় মিলিত হন তিনি।

ছাত্রদলের মতবিনিময় সভায় এমরান সালেহ প্রিন্স, নেতাদের প্রতি তৃণমুল পর্যায়ে নিজ সংগঠনকে অধিকতর শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, আগামী দিনে চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদেরকে প্রস্তুত থাকতে হবে। শত শহীদের রক্তে, গুম, খুনের শিকার সহকর্মীদের আত্মত্যাগে আর লাখো নেতাকর্মীর অবর্ণনীয় দুঃখে ফ্যসিবাদের অবসান হলেও পরিপূর্ণ বিজয় অর্জন হয় নাই। 

অতিদ্রুত নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ন নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তবেই পরিপূর্ণ বিজয় ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ প্রশস্থ হবে।

তিনি নেতাকর্মীদের প্রতি চাওয়া-পাওয়ার রাজনীতি নয় দেশ ও জনগণকে দেয়ায় মানসিকতা নিয়ে রাজনীতি করার আহ্বান জানান। নেতাকর্মীদের যারাই অসৎ পথে পা দিবে , সে যত শক্তিশালী, জনপ্রিয় বা ত্যাগী বা নিবেদিতপ্রাণই হউক না কেনো বিএনপি পরিবারে তার ঠাঁই হবে না।

তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দল নির্বাচনে নির্বাচনে বিপর্যয়ের আশঙ্কা করে নিত্য নতুন ইস্যু নিয়ে এসে জটিলতা করে নির্বাচন বিলম্বিত করতে চায়। ভোটের সংখ্যানুপতে সংসদের আসন তথা পিআর পদ্ধতির নির্বাচনের ধুয়া তুলে বিতর্ক সৃষ্টি করে জাতীয় ঐক্যে ফাটল ধরানো হচ্ছে।

পিআর পদ্ধতিতে জনপ্রতিনিধি নির্বাচনে যেমন জনগণের অধিকার হরণ হয়, তেমনি দেশে আবার দলীয় কর্তৃত্ববাদ, স্বৈরাচার ও ফ্যসিবাদ কায়েমের পথ প্রশস্থ করবে। প্রতিষ্ঠার পর থেকে বর্ণচোরার মতো আওয়ামী লীগ ও আধিপত্যবাদী শক্তিকে বাতাস দেয়া দলের হঠাৎ করে পিআর পদ্ধতির দাবিতে সোচ্চার হওয়ার পেছনে যড়যন্ত্র আছে। নির্বাচনে যাদের ভরাডুবি হবে তারাই পিআর পদ্ধতিতে ভোট চায় । যারা বলে বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করছে জনগণ ও নির্বাচনকে তারা ভয় পায়। সেজন্য  তারা  নির্বাচন বিলম্বিত করতে কুট কৌশল করছে । বিএনপি নির্বাচন ও জনগণকে ভয় পায় না । বিএনপি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে দেশের স্থিতিশীলতা ও শান্তি, নিরাপত্তা, জন আকাঙ্ক্ষা ও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের স্বার্থে দ্রুত নির্বাচন চায়। বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কার ও ফ্যাসিস্টদের বিচার ত্বরান্বিত করতে চায়।

ধোবাউড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিনের সভালতিত্বে ও সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত ছাত্রদলের মতবিনিময় সভায় ধোবাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রব্বানী সমন,আবদুল মোমেন শাহীন, জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কাশেম ডলার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফারুক হোসাইনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের নেতারা।