ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫

ভোজপুরি গানের ভিডিও দেখে থমকে গেল বিষাক্ত সাপ! 

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০৩:৫০ পিএম

শুধু মানুষই নয়, সাপও কি ভোজপুরি গানের ভক্ত? সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিও দেখে অন্তত এমনটাই মনে করছেন অনেকে। সেখানে দেখা গেছে, মোবাইল ফোনে চলা ভোজপুরি গানের ভিডিওতে চুপচাপ মন দিয়ে তাকিয়ে রয়েছে একটি বিষধর সাপ।

ভিডিওতে শোনা যাচ্ছে জনপ্রিয় ভোজপুরি গান ‘এ রাজাজি’। মোবাইলের পর্দায় চলছে তার নাচ-গানের দৃশ্য। হঠাৎ-ই সেখানেই এসে হাজির হয় একটি বিষাক্ত সাপ। ফোনের কাছে এসে থমকে যায়, তারপর দীর্ঘক্ষণ এক দৃষ্টিতে সেই ভিডিও দেখতে থাকে। দৃশ্যটি দেখে যেমন হইচই পড়েছে, তেমনই চমকেও গিয়েছেন অনেক নেটিজেন।

ভিডিওটি কোথায় এবং কবে রেকর্ড করা হয়েছে তা স্পষ্ট নয় এবং এর সত্যতাও যাচাই করা হয়নি। তবে ভিডিওটি ‘বনা ফাইড’ নামে একটি এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে এবং এরই মধ্যে লাখ লাখ ভিউ, লাইক ও মন্তব্য পেয়ে ভাইরাল হয়েছে।

একজন রসিকতা করে লিখেছেন, ‘এ নিশ্চয় বিহারের সাপ! না হলে এত আগ্রহভরে ভোজপুরি গান শুনত না।’

আর একজন মন্তব্য করেছেন, ‘মনে হচ্ছে আগের জন্মে সাপটা মানুষ ছিল, তাও আবার ভোজপুরি গানের বড় ভক্ত!’

ভিডিওটি যতটা মজার, ততটাই রহস্যময়— আসলেই কি গান শুনে থেমে গেল সাপ, না কি সবটাই কাকতালীয়? তা নিয়ে বিতর্ক থাকলেও নেটদুনিয়ায় এই ভিডিও এখন হাসি ও আলোচনার বিষয় হয়ে উঠেছে।