ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫

আমাকে কেন বার বার মেরে ফেলিস গরীবেরা, প্রশ্ন সেফুদার

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ১২:৪৬ পিএম
সেফাত উল্লাহ ওরফে সেফুদা। ছবি- সংগৃহীত

তোরা আমাকে বার বার মেরে ফেলিস কেন গরীবেরা? প্রশ্ন রেখে নেটিজেনদের প্রতি রীতিমত ক্ষোভ উগড়ে দিয়েছেন আলোচিত-সমালোচিত ও প্রবাসী সেফাত উল্লাহ ওরফে সেফুদা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে  এ কথা বলেন তিনি।

পোস্টে সেফাত উল্লাহ ওরফে সেফুদা লিখেন, ‘তোরা আমাকে বার বার মেরে ফেলিস কেন গরিবেরা?’

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে অস্ট্রিয়া প্রবাসী আলোচিত ব্যক্তি সিফাত উল্লাহ ওরফে সেফুদা মারা গেছেন। বিভিন্ন ফেসবুক আইডি থেকে তার মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে থাকে, যা দ্রুতই ভাইরাল হয়ে যায়।

আরিফ নামে এক ফেসবুক আইডি থেকে লেখা হয়, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শব্দ বোমা ও লাভ ইজ পাওয়ার খ্যাত সেফুদা ইন্তেকাল করছেন। আল্লাহ মরহুম কে জান্নাত বাসি করুন আমিন।

সন্ধ্যা তারা কলি নামে এক ফেসবুক আইডি থেকে লেখা হয়, উপরে ভালো থেকো সেফুদা । আফাকে তুমি অনেক কষ্ট দিয়েছো অনেক গালিগালাজ দিছো তবুও আফার আগে চলে গেলা।

তরুছায়া নামে এক ফেসবুক আইডি থেকে লেখা হয়, আমাদের সকলের প্রিয় সেফায়ে উল্লাহ ওরফে সেফুদা না ফিরার দেশে পারি জমিয়েছেন।

আরেক ফেসবুক আইডিতে লেখা হয়, ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। হাসু আফাকে তুমি অনেক কষ্ট দিয়েছো অনেক গালিগালাজ দিছো তবুও আফার আগে চলে গেলা।

প্রিয় সেফাত উল্লা সেফুদা আজ ভোর ৩টা আস্ট্রিয়া টাইমে শেষ নিশ্বাস ত্যাগ করছে। আল্লাহ যেন উনার ভুল ত্রুটি ক্ষমা করে, জান্নাত দান করেন।