ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

মব আর মৃত্যুভয় আমার নেই: ফজলুর রহমান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০২:৪১ পিএম
বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। ছবি- সংগৃহীত

বাসায় মবের শিকার হয়েছেন বলে দাবি করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।

সোমবার (২৫ আগস্ট) নিজের ফেসবুকে এক পোস্টে মব শিকারের তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে ফজলুর রহমান বলেন, মৃত্যু ছুয়েছি একাত্তর সনে, মব আর মৃত্যুভয় আমার নেই। দেশবাসী সবার কাছে দোয়া প্রার্থী, এই মুহূর্তে বাসায় মবের শিকার।

সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় সংলগ্ন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা। তাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেখানে অবস্থান নিয়েছেন তারা। ফলে আন্দোলন ঘিরে ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্যের অভিযোগে গতকাল রোববার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত চিঠিতে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।