বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বিতর্কিত চিকিৎসক সাবরিনার শ্রদ্ধা নিবেদন ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। বিষয়টি নিয়ে তিনি সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।
মুন্না তার স্ট্যাটাসে লেখেন, বিতর্কিত ডাক্তার সাবরিনা কীভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যাওয়ার সাহস পেল? তাকে যারা সেখানে নিয়ে গেছে তাদের বিরুদ্ধেও তদন্তসাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
যুবদল সভাপতির এই মন্তব্য প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেক নেটিজেন মুন্নার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘সহমত ভাই,’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘ধন্যবাদ আপনাকে ভাই।’ অনেকেই বলেছেন, ‘সুযোগসন্ধানীদের বিষয়ে এখনই সতর্ক হওয়া প্রয়োজন।’
রাজনৈতিক মহলের মতে, বিতর্কিত সাবরিনার জিয়ার সমাধিতে যাওয়া এবং এ নিয়ে যুবদল সভাপতির প্রকাশ্য ক্ষোভ প্রকাশের ঘটনাটি বিএনপির অভ্যন্তরে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে, কারা তাকে সেখানে নিয়ে গেলেন এবং এর পেছনে উদ্দেশ্য কী সে বিষয়েও প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে এখনও বিএনপির কেন্দ্রীয় নেতাদের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ঘটনার বিস্তারিত তদন্ত হলে দলের ভেতরে সুযোগসন্ধানীদের ভূমিকা আরও পরিষ্কার হবে।
 

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন