পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে বালু মহালের আধিপত্ত্য বিস্তারকে কেন্দ্র করে বালু উত্তোলনকারী শ্রমিকদের ওপর গুলি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৬ জন গুলিবিদ্ধ হয়েছে। আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পদ্মা নদীর সাড়াঘাট এলাকায় বালু মহালের আধিপত্ত্য বিস্তারকে কেন্দ্র করে ঈশ্বরদী উপজেলা যুবদলের আহবায়ক টনি বিশ্বাস ও নাটোরের লালপুর এলাকার বালু ব্যবসায়ী কাকনের মধ্যে বিরোধ চলছিল।
তারা আরও জানান, আজ টনি বিশ্বাসের লোকজন সাড়াঘাট এলাকায় বালু উত্তোলন করছিল। এ সময় কয়েকটি নৌকায় করে আসা দূর্বৃত্তরা বালু উত্তোলনকারীদের লক্ষ্য করে গুলি করে। এতে বেশ কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে ৬ জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বালু উত্তোলনকারী টনি বিশ্বাসের দাবী তিনি সরকারী অনুমোদন নিয়ে বালু উত্তোলন করছেন। অপর পক্ষ কাকনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঈশ্বরদী নৌ পুলিশ ফাঁড়ির ওসি এমরান মাহমুদ তুহিন বলেন, খবর পেয়ে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :