নতুন যুদ্ধজাহাজ উদ্বোধনী অনুষ্ঠানে দুর্ঘটনা ঘটলে তাতে ক্ষিপ্ত হন কিম জং উন। দুর্ঘটনার জন্য দোষী সাব্যস্ত করেন নিয়োজিত কর্মীদের এবং উপযুক্ত শাস্তির হুঁশিয়ারি দেন।
বৃহস্পতিবার (২২ মে) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, ‘ডেস্ট্রয়ার’ (ধ্বংসকারী) নামক নতুন একটি যুদ্ধজাহাজ উদ্বোধনের সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। কিম জং উন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তিনি এই দুর্ঘটনাকে ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ বলে আখ্যা দিয়েছেন।
রাষ্ট্রীয় কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, বুধবার (২২ মে) দেশটির পূর্বাঞ্চলীয় বন্দরে চংজিনে একটি পাঁচ হাজার টন ওজনের ডেস্ট্রয়ার জাহাজ উদ্বোধনের সময় ‘গুরুতর একটি দুর্ঘটনা ঘটে’।
কেসিএনএ জানায়, কিম জং উনের উপস্থিতিতে জাহাজটি পানিতে নামানোর সময় জাহাজটির নিচের কিছু অংশ ভেঙে যায় এবং জাহাজটির ভারসাম্য নষ্ট হয়ে যায়। অভিজ্ঞতা ও পরিচালনাগত অবহেলার কারণে এমন হয়েছে বলে জানা গেছে।
কিম জং উন এটিকে ‘চূড়ান্ত অবহেলাজনিত অপরাধ’ বলে মন্তব্য করে বলেন, ‘এমন ঘটনা কোনোভাবেই সহ্য করা যাবে না। দায়ী কর্মকর্তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।’
এর এক মাস আগেই উত্তর কোরিয়া আরও একটি পাঁচ হাজার টনের ডেস্ট্রয়ার শ্রেণির জাহাজ ‘চো হিয়ন’ উদ্বোধন করেছিল।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন