ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫

লুণ্ঠিত মালামালসহ দুই ঘণ্টার মধ্যে ৩ চোর গ্রেপ্তার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ০৮:৩১ পিএম
গ্রেপ্তার আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্য। ছবি- রূপালী বাংলাদেশ

পটিয়ায় দুবাই প্রবাসীর বাসায় সংঘটিত চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে উদ্ধার হয়েছে চুরি হওয়া স্বর্ণালঙ্কার, মোবাইল ও নগদ টাকা।

থানা সূত্রে জানা যায়, ২৯ জুন রাত ১টা থেকে ৬টার মধ্যে কোলাগাঁওয়ের চাপড়ী এলাকার প্রবাসী মোহাম্মদ হেলাল ও তার প্রতিবেশী নুর আহম্মদের বাসায় চুরি হয়। চোরেরা প্রায় ১০ লাখ টাকার স্বর্ণালঙ্কার, ১.৫ লাখ টাকা, ৫ হাজার দিরহাম ও ৬টি মোবাইল নিয়ে যায়।

অভিযোগ পাওয়ার পরপরই ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরের নেতৃত্বে অভিযান চালিয়ে এসআই মো. আব্দুল বাতেনের দল কুসুমপুরা থেকে তিনজনকে গ্রেপ্তার করে।

তারা হলেন- নুরুল হাকিম শুভ (২৫), রিয়াজুর রহমান নিক্সন (২৪) ও মো. এরশাদ হোসেন (২০)।

তাদের হেফাজত থেকে স্বর্ণালঙ্কার, ৫টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে এবং পলাতকদের ধরতে অভিযান অব্যাহত।