ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫

অনৈতিক সম্পর্কের অভিযোগে সরিষাবাড়ীতে প্রধান শিক্ষকের অপসারণ দাবি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ০৮:০৭ পিএম
সরিষাবাড়ীতে বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন করে এলাকাবাসী। ছবি- রূপালী বাংলাদেশ

অনৈতিক সম্পর্কের অভিযোগে জামালপুরের সরিষাবাড়ীতে এক প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অভিযুক্তের নাম মোকলেছুর রহমান মুকুল। তিনি উপজেলার বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। 

বক্তারা অভিযোগ করেন, একই বিদ্যালয়ের খণ্ডকালীন নিয়োজিত আয়া মর্জিনার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক মুকুলের অনৈতিক সম্পর্ক রয়েছে। সম্প্রতি সেই নারীর ঘরে তার খালি শরীরে শুয়ে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

এ ঘটনায় বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে বলে দাবি করেন বক্তারা। তারা অবিলম্বে অভিযুক্ত প্রধান শিক্ষককে চাকরি থেকে অপসারণ ও তার বিরুদ্ধে যথাযথ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধনে অংশ নেন ও বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের ক্রীড়া বিষয়ক সম্পাদক হেলাল মাহমুদ, ধনবাড়ী উপজেলা যুব অধিকার পরিষদের প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান, বীততারা ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সদস্য সোহাগ হোসেন সাদ্দামসহ আরও অনেকে।