ফিজিওথেরাপিস্ট হয়েও নিজের নামের আগে ‘ডাক্তার’ ও ‘প্রফেসর’ উপাধি ব্যবহার করে চিকিৎসাসেবা দেওয়ায় হবিগঞ্জে আব্দুর রহমান নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার মুক্তিযোদ্ধা হায়দার আলী হাসপাতালে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস। অভিযানে সহায়তা করে জেলা সিভিল সার্জন কার্যালয়।
জেলা স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল অফিসার ডা. শরীফ মো. সানজিদ জানান, অভিযুক্ত আব্দুর রহমান একজন ফিজিওথেরাপিস্ট হলেও দীর্ঘদিন ধরে নিজেকে ‘প্রফেসর ডা. আব্দুর রহমান’ পরিচয়ে পরিচিত করিয়ে আসছিলেন। তিনি নিয়মিত রোগী দেখতেন, প্রেসক্রিপশন দিতেন এবং ওষুধও লিখে দিতেন, যা সম্পূর্ণ বেআইনি।
তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠলে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে। এরপর স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের যৌথ অভিযানে হাতেনাতে ধরা পড়েন তিনি। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।