বিশ্ব শিশু দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত ৫০০ শিশুর হাতে শিক্ষা সামগ্রী ও খাবার বিতরণ করেছে পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এবং হেল্পলেস স্মাইল ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের উত্তর চান্দগাঁও মায়াফুল বিদ্যানিকেতন, আলীনগর হিলভিউ এবং বায়েজিদ লিংকরোডের ছিন্নমূল এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস-এর চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী বলেন, ‘সমাজের একটি বড় অংশ এখনো মৌলিক অধিকার থেকে বঞ্চিত। শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সুযোগ পেলে তারাই দেশের সম্পদে পরিণত হবে। তাই সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।’
হেল্পলেস স্মাইল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হেলাল সিকদার বলেন, ‘বিশ্ব শিশু দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে এসব শিশু আর বঞ্চিত থাকবে না, তাদের অধিকার নিশ্চিত হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরও ছিলেন, প্রণয় দাশ গুপ্ত শিমুল, আবু তাহের চৌধুরী, আফরোজা সুলতানা পূর্ণিমা, জেসমিন আক্তার টিনা, মনিরা দিলসাত তানশি, তানহা ইসলাম, জুতি, জুরি, সংগঠক মো. মামুন, মো. তানভীর, মো. ইমরান প্রমুখ।

