ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫

জন্মদিনে জয়ার চোখে তার সেরা ৫

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ০৬:৫৩ পিএম
জনপ্রিয় অভিনেত্রী ও প্রযোজক জয়া আহসান। ছবি - রূপালী বাংলাদেশ

বাংলাদেশের মিস এভারগ্রীনখ্যাত জনপ্রিয় অভিনেত্রী ও প্রযোজক জয়া আহসান, নিজের অভিনয় আর ব্যক্তিত্ব দিয়ে যিনি দুই বাংলার দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ছোট পর্দা থেকে বড় পর্দা সবখানেই তার রাজত্ব। দুই বাংলার এই গুণী শিল্পীর জন্মদিন আজ। দিনটি ভক্তদের কাছে শুধু একটি জন্মদিন নয়, প্রিয় অভিনেত্রীকে ভালোবাসা জানানোর বিশেষ উপলক্ষ্য।

 জয়া আহসান। ছবি - সংগৃহীত

জয়ার অভিনয় জীবনের শুরু হয়েছিল মডেলিং দিয়ে। এরপর ছোট পর্দায় এসে মন কেড়েছিলেন। ২০০৪ সালে ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু। তারপর থেকেই আর পেছনে তাকাতে হয়নি তাকে। একের পর এক জনপ্রিয় সিনেমায় নিজের প্রতিভার সাক্ষর রেখেছেন।

 জয়া আহসান। ছবি - সংগৃহীত

শুধু বাংলাদেশ নয়, ভারতেও জয়ার জনপ্রিয়তা আকাশছোঁয়া। টলিউডে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে পশ্চিমবঙ্গের দর্শকের কাছেও তিনি হয়ে উঠেছেন ভালোবাসার নাম। ভারতের জাতীয় পুরস্কার থেকে শুরু করে ফিল্মফেয়ার, বাচসাস—পুরস্কারের তালিকাও তার কম নয়।

 জয়া আহসান। ছবি - সংগৃহীত

আজকের দিনটিতে ভক্তরা সামাজিক মাধ্যমে শুভেচ্ছার বন্যায় ভাসাচ্ছেন তাকে। অনেকেই লিখেছেন, ‘জয়া মানেই ভালো অভিনয়, জয়া মানেই স্টাইল, জয়া মানেই নতুন কিছু।’ কিন্তু প্রশ্ন হলো, নিজের চোখে জয়া আহসান কোন সিনেমাগুলোকে এগিয়ে রাখেন?

সম্প্রতি এক সাক্ষাৎকারে যখন তাকে এই প্রশ্ন করা হয়, প্রথমে একটু হাসলেন, তারপর মৃদু সংকোচে বলেন, ‘সব সিনেমাই তো আমার সন্তানের মতো। কিন্তু যদি খুব জোর করে বেছে নিতে বলেন, তাহলে বলব গেরিলা, ডুবসাঁতার, বিসর্জন, কণ্ঠ আর অর্ধাঙ্গিনী—এগুলোই আমার খুব কাছের।’

আসুন, জয়া আহসানের জন্মদিনে তারই দৃষ্টিতে দেখে নিই তার সেরা পাঁচ সিনেমার বিশেষ গল্প

১. গেরিলা (২০১১)

মুক্তিযুদ্ধের গল্পে গড়ে ওঠা ‘গেরিলা’ সিনেমায় জয়া আহসান হয়ে উঠেছিলেন এক সাহসী মুক্তিযোদ্ধা। দেশের জন্য জীবনের ঝুঁকি নিয়ে পথচলা এক নারীর চরিত্রে তাকে দেখেছেন দর্শক। শহরের গলি থেকে যুদ্ধের ময়দান সবখানেই ছিল তার উপস্থিতি। নাসির উদ্দীন ইউসুফের এই সিনেমা যেন জয়ার ক্যারিয়ারের এক অনন্য মাইলফলক। এই সিনেমায় জয়ার সংলাপ, অভিনয় আর চোখের ভাষা আজও দর্শকদের হৃদয়ে গেঁথে আছে।

গেরিলা ছবির পোস্টার। ছবি - সংগৃহীত

২. ডুবসাঁতার (২০১০)

নূরুল আলম আতিকের ‘ডুবসাঁতার’ সিনেমায় জয়া আহসান ছিলেন নিঃশব্দ এক বিস্ফোরণ। যুদ্ধোত্তর সময়ের এক নারীর যন্ত্রণা, টিকে থাকার সংগ্রাম আর নিজেকে খুঁজে ফেরার গল্প যেন ফুটে উঠেছিল তার চরিত্র ‘রেণু’-তে। এই সিনেমায় জয়া যেন নিজের সমস্ত আবেগ ঢেলে দিয়েছিলেন। সিনেমার প্রতিটি মুহূর্তে জয়ার চাহনি, অপ্রকাশ্য কষ্ট— সব মিলিয়ে ‘ডুবসাঁতার’ ছিল এক নিঃশব্দ ভালোলাগার গল্প।

ডুবসাঁতার ছবির পোস্টার। ছবি - সংগৃহীত

৩. বিসর্জন (২০১৭)

এ যেন এক প্রেমের ক্লাসিক! কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘বিসর্জন’ সিনেমায় জয়া আহসান আর আবির চট্টোপাধ্যায়ের অসম প্রেমের গল্পে মুগ্ধ হয়েছিল দুই বাংলার দর্শক। সীমান্তের এপার-ওপারের বাধা, ধর্মের দেওয়াল, সমাজের চোখ—সবকিছু পেরিয়ে পদ্মা আর নাসিরের মধুর সম্পর্ক আজও সিনেমাপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এই সিনেমায় জয়ার সাবলীল অভিনয়, তার খোলা চুল আর মাটির গন্ধে-ভরা উপস্থিতি যেন দুই বাংলার দর্শকদের মন ছুঁয়ে গেছে। ভারতের জাতীয় পুরস্কার পাওয়া এই সিনেমা জয়ার অন্যতম সফল কাজ।

বিসর্জন ছবির পোস্টার। ছবি - সংগৃহীত

৪. কণ্ঠ (২০১৯) 

‘কণ্ঠ’ সিনেমায় জয়া আহসান এক স্পিচ থেরাপিস্ট, যে ক্যান্সার রোগীর হারিয়ে যাওয়া কণ্ঠ ফিরিয়ে আনে। নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের এই সিনেমায় জয়া যেন ছিলেন আশা, সাহস আর জীবনের প্রতীক। পশ্চিমবঙ্গের দর্শকদের হৃদয়ে তিনি আরও একবার জায়গা করে নেন এই সিনেমার মাধ্যমে। জয়ার প্রাণবন্ত অভিনয়, স্পষ্ট উচ্চারণ আর জীবনমুখী সংলাপ—সব মিলিয়ে ‘কণ্ঠ’ এক অনুপ্রেরণার গল্প হয়ে ওঠে।

কণ্ঠ ছবির পোস্টার। ছবি - সংগৃহীত

৫. অর্ধাঙ্গিনী (২০২৩) 

‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় জয়া আহসানের অভিনয় যেন নিজেকেই ছাড়িয়ে যাওয়ার গল্প। এখানে তিনি এমন এক নারীর চরিত্রে, যার জীবনে বর্তমান আর অতীতের দুজন পুরুষের জটিল সম্পর্ক নিয়ে টানাপোড়েন। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় এই সিনেমায় জয়ার অভিনয় এতটাই জীবন্ত ছিল যে, চরিত্রটি বাস্তব জীবনের মানুষ বলে মনে হয়েছিল। সম্পর্কের টানাপোড়েন, না বলা কথা আর ভেতরকার কষ্ট—সবকিছুই ফুটে উঠেছিল তার চোখে-মুখে।

অর্ধাঙ্গিনী ছবির পোস্টার। ছবি - সংগৃহীত

জয়া আহসান তার সেরা সিনেমা বেছে নিতে গিয়ে বলেন, ‘প্রত্যেকটা সিনেমা আমার কাছে স্পেশাল। তবে এই পাঁচটা সিনেমা আমাকে নতুন করে চিনিয়েছে, দর্শকের সঙ্গে আমাকে আরও গভীরভাবে জুড়ে দিয়েছে।’

অভিনয়ের পাশাপাশি ‘দেবী’ সিনেমার প্রযোজনা করে জয়া প্রমাণ করেছেন, তিনি শুধু পর্দার নয়, পর্দার পেছনেও সমান দক্ষ। পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তিনবার ভারতের ফিল্মফেয়ার, দু’বার বাচসাসসহ অসংখ্য পুরস্কার জয় করে তিনি আজ দেশের গর্ব।

 জয়া আহসান। ছবি - সংগৃহীত

জন্মদিনের এই শুভক্ষণে আমরা এই বহুমাত্রিক অভিনেত্রীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করি।