শুক্রবার, ০২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৫, ০৬:২৪ পিএম

বিপিএলে প্লে-অফ শেষ দুই দলের অপেক্ষা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৫, ০৬:২৪ পিএম

বিপিএলে প্লে-অফ শেষ দুই দলের অপেক্ষা

ছবি: সংগৃহীত

বিপিএলে দুটি দল প্লে-অফ নিশ্চিত করেছে। সবার আগে রংপুর রাইডার্স প্লে-অফে খেলা নিশ্চিত করে। এরপর ফরচুন বরিশাল প্লে-অফে উঠেছে। এবার প্লে-অফের শেষ দুটি দলের অপেক্ষা। প্লে-অফে ওঠার লড়াইয়ে আছে চারটি দল। 

দুর্বার রাজশাহী, চিটাগং কিংস, খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালস। এই চার দলের মধ্যে দুটি দল বিপিএলের প্লে-অফে  উঠবে। প্লে-অফে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে সিলেট স্টাইকার্সের। শেষের সমীকরণ মেলাতেই মাঠে নামবে দলগুলো। আজ চিটাগং-রংপুর ও ঢাকা-বরিশাল পরস্পরের বিপক্ষে খেলবে।

রংপুর প্রথম আট মাচ জিতে প্লে-অফে খেলা নিশ্চিত করেছে। তবে শেষ দুই ম্যাচের একটিতে জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থেকে প্রথম কোয়ালিফায়ারে খেলবে তারা। যদি চিটাগং কিংস আর একটি ম্যাচ হেরে যায়, তাহলে শীর্ষ দুইয়ে থাকতে অসুবিধা হবে না রংপুরের। অন্যদিকে, একটি ম্যাচ জিতলে কিংবা চিটাগং একটি ম্যাচ হারলে আর কোনো জয় না পেয়েই শীর্ষ দুইয়ে থাকবে বরিশাল।

এদিকে, বিপিএলে প্রথম দল হিসেবে লিগ পর্বে সব ম্যাচ খেলে টানা তিন ম্যাচ জেতা দুর্বার রাজশাহী। দলটির ভাগ্য এখন অন্যদের হাতে। খুলনা টাইগার্স শেষ দুই ম্যাচের একটিতে হেরে গেলেই প্লেফ-অফ খেলবে রাজশাহী। 

চিটাগং তিন ম্যাচ হেরে গেলেও রাজশাহী উঠবে প্লে-অফে। তবে খুলনা শেষ দুই ম্যাচ জিতে গেলে নেট রানরেটে নির্ধারিত হবে রাজশাহীর ভাগ্য। তবে নেট রানরেট ভালো থাকায় শেষ তিন ম্যাচের একটিতে জিতলেই প্লে-অফে উঠে যেতে পারে চিটাগং। 

খুলনা শেষ দুই ম্যাচ হারলে আর কোনো ম্যাচ না জিতলেও চলবে চিটাগংয়ের। তবে দলটি যদি তিন ম্যাচেই হেরে যায়, আর খুলনা জিতে যায় দুই ম্যাচ, তখন বাদ পড়বে চিটাগং। এই শঙ্কা যেমন আছে, তেমনি শেষ তিন ম্যাচ জিতে শীর্ষ দুইয়ে থেকে প্রথম কোয়ালিফায়ারেও উঠে যেতে পারে দলটি। 

অন্যদিকে, চিটাগং কিংস যদি শেষ তিন ম্যাচেই হারে, তবে দুই ম্যাচ জিতলেই শেষ চারে যাবে খুলনা টাইগার্স। চিটাগং এক ম্যাচ জিতলে এবং খুলনা দুই ম্যাচ জিতলে রাজশাহী, খুলনা ও চিটাগংয়ের পয়েন্ট সমান হয়ে যাবে। তখন আসবে নেট রানরেটের হিসাব। এক ম্যাচ জিতে খুলনার পরের পর্বে যেতে হলে চিটাগংকে শেষ তিন ম্যাচে বাজেভাবে হারতে হবে।

 অন্যদিকে, খুবই কঠিন সমীকরণ ঢাকা ক্যাপিটালসের। শেষ দুই ম্যাচ জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে। চিটাগং আর একটি কিংবা খুলনা দুটি ম্যাচ জিতলেই বাদ ঢাকা।

রূপালী বাংলাদেশ

Link copied!