শুক্রবার, ০২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ১, ২০২৫, ১১:৪৭ পিএম

১৮ কোটির ঝড়ো সূচনা করল নানির ‘হিট’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ১, ২০২৫, ১১:৪৭ পিএম

১৮ কোটির ঝড়ো সূচনা করল নানির ‘হিট’

‘হিট: দ্য থার্ড কেইস’ ছবিতে নানির একটি দৃশ্য। ছবি : সংগৃহীত

ছুটির দিনে মুক্তি, কেন্দ্রীয় চরিত্রে নানি আর বাজেট ৬০ কোটি- এই তিনটি উপাদানকে একসঙ্গে ধরলে ‘হিট: দ্য থার্ড কেইস’এর প্রথম দিনের ১৮ কোটি ভারতীয় রূপির সংগ্রহ যে দারুণ ‘হিট’ সূচনা, তা বলাই যায়।

মূলত তেলুগু ভাষায় মুক্তিপ্রাপ্ত এই ছবিটি শুধুমাত্র তেলুগু ভার্সন থেকেই তুলেছে প্রায় ১৭.২৫ কোটি। অন্য ভাষাগুলো মিলিয়ে (তামিল, হিন্দি, মালায়ালম, কন্নড়) প্রথম দিনের সর্বমোট সম্ভাব্য আয় দাঁড়িয়েছে ১৮ কোটি, যা নানির ক্যারিয়ারের অন্যতম সেরা ওপেনিং।

নানিকে ঘিরে এমন জমজমাট শুরু অবাক করছে না, কারণ তিনি নিজেই এক জনপ্রিয় ব্র্যান্ড। তবে প্রভাস বা আল্লু অর্জুনের মতো প্যান-ইন্ডিয়া মেগাস্টার না হয়েও ১৫ কোটির ওপরে সংগ্রহ- নানির ‘লোকাল ফ্যানপুল’এর শক্ত প্রমাণ। ‌যেখানে বাজেট ৬০ কোটি, সেখানে প্রথম দিনেই প্রায় ৩০% টাকা উঠে আসা মানে লগ্নিকারীদের মুখে হাসি।

এই ঝড়ো ওপেনিংয়ের নেপথ্যে ‘ওয়ার্ড অফ মাউথ’এর বড় ভূমিকা রয়েছে বলেই ইঙ্গিত দিচ্ছে সিনেমাহলগুলোয় ‘অকুপেন্সি’ ডেটা। শুধু তেলুগু ভার্সনে মোট ৮৭.৮২% আসন ছিল পূর্ণ। হায়দরাবাদে ছিল ৯৪%, বিজয়ওয়াড়ায় ৮৯.৩৩%, ভিজাগে ৮৯%, সারাদিন ধরে সকালের শো থেকে রাত পর্যন্ত ছিল একই চিত্র। এমনকি বেঙ্গালুরু বা চেন্নাইয়ের মতো শহরেও তেলুগু শোতে ৮০%এর ওপরে ‘অকুপেন্সি’ দেখা গেছে।

তবে অন্য ভাষায় ছবিটির গ্রহণযোগ্যতা তুলনামূলক কম, তামিলে ৪২.৩২%, হিন্দিতে ২৯.০১%, মালায়ালমে ২৯.২০% এবং কন্নড়ে মাত্র ২২.১৩% ‘অকুপেন্সি’। এ থেকেই পরিষ্কার, ছবিটির মূল ভরসা ছিল তেলুগু বেল্ট।

পরিচালক ডঃ শৈলেশ কোলানু তাঁর আগের দুই পর্বের ‘থ্রিল’এর ধারাকে এবার আরও বড় পরিসরে ফিরিয়ে এনেছেন। সঙ্গে রয়েছেন শ্রীনিধি শেঠি, রাও রমেশ, ব্রহ্মাজি প্রমুখ।  

এখন প্রশ্ন একটাই, এই দুর্দান্ত ওপেনিং ধরে রাখতে পারবে তো ‘হিট: দ্য থার্ড কেইস’? দ্বিতীয় আর তৃতীয় দিনের আয় বলবে ছবিটি ‘হিট’এর গণ্ডি পেরিয়ে ‘সুপারহিট’ হতে পারবে কি না। আপাতত তো নানির নামে ছক্কা!  

আরবি/নক

Link copied!