বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৩:১৭ পিএম

‘ভারত সুবিধা পাচ্ছে, এটা বুঝতে ‘রকেটবিজ্ঞানী’ হওয়ার প্রয়োজন নেই’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৩:১৭ পিএম

‘ভারত সুবিধা পাচ্ছে, এটা বুঝতে ‘রকেটবিজ্ঞানী’ হওয়ার প্রয়োজন নেই’

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফির স্বাগতিক দেশ পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায় ভারত। পরে হাইব্রিড পদ্ধতিতে এই টুর্নামেন্ট আয়োজন করা হয় এবং ভারতের ম্যাচগুলো দুবাইয়ে খেলানোর সিদ্ধান্ত হয়। যে কারণ স্বাগতিক হয়েও পাকিস্তানকে ভারতের বিপক্ষে খেলার জন্য দুবাইয়ে যেতে হয়েছে। এ নিয়ে শুরু থেকেই নানা বিতর্ক সৃষ্টি হয়েছিলো। আর এবার এ নিয়ে নতুন করে কথা বলেছেন প্রোটিয়া টপ অর্ডার ব্যাটার রেসি ফন ডার ডুসেন। 

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি-তে ভারত বিশেষ সুবিধা পাচ্ছে, সেটি বুঝতে ‘রকেট বিজ্ঞানী’ হওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এসময় ভারতের সুবিধা পাওয়া নিয়ে তিনি বলেন, ‘এটা নিশ্চিতভাবেই সুবিধা। আমি দেখেছি পাকিস্তান এ নিয়ে মন্তব্য করছে। এটা অবশ্যই একটা সুবিধা। আপনি যদি একটা জায়গায় থাকেন, একই হোটেলে অবস্থান করেন, একই সুবিধা নিয়ে অনুশীলন করেন, একই স্টেডিয়ামে এবং একই উইকেটে খেলেন, সেটা তো অবশ্যই সুবিধা। আমার মনে হয় না এটা বোঝার জন্য রকেটবিজ্ঞানী হওয়ার প্রয়োজন আছে।’

দক্ষিণ আফ্রিকা যেমন এখনো জানে না সেমিফাইনাল বা ফাইনালে খেলার সুযোগ পেলে তারা কোথায় খেলবে—দুবাইয়ে, নাকি পাকিস্তানে! অন্যদিকে ভারত আগে থেকেই জানে, কোন মাঠে এবং কী ধরনের কন্ডিশনে তারা সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ খেলবে। চ্যাম্পিয়নস ট্রফিতে এ সুবিধা একমাত্র ভারত ছাড়া আর কেউই পাচ্ছে না।

তবে এ সুবিধার যে একটি চাপ আছে, সেটা মনে করিয়ে দিয়ে ডুসান বলেন, ‘এখন এটা তাদের দায়িত্ব যে সুবিধাটাকে ব্যবহার করা। এক অর্থে, এটা তাদের ওপর আরও চাপ তৈরি করে; কারণ, যারাই সেমিফাইনাল কিংবা সম্ভাব্য ফাইনাল খেলবে, তাদের সেখানে যেতে হবে এবং এই কন্ডিশন তাদের জন্য পুরোপুরি অপরিচিত। কিন্তু ভারত এটাতে অভ্যস্ত। তাদের ওপর সবকিছু ঠিকঠাক করার চাপ থাকবে; কারণ, তাদের সবকিছুই জানা আছে।’


এর আগে ভারতের সুবিধা পাওয়া নিয়ে কথা বলেছেন পাকিস্তান কোচ আকিব জাভেদ। তিনি বলেছিলেন, ‘যদি আপনি একই উইকেট এবং মাঠে খেলেন, অবশ্যই সুবিধা পাবেন। তবে আমরা এ জন্য হারিনি যে তারা একই হোটেলে থাকার এবং একই উইকেটে খেলার সুবিধা পাচ্ছে। এটা শুধু উইকেটের কিংবা একই মাঠে অনেকগুলো ম্যাচ খেলার ব্যাপার নয়।’

এছাড়া ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে বলেছেন, ‘স্বাগতিক পাকিস্তান, কিন্তু ঘরের মাঠের সুবিধাটা পাচ্ছে ভারত।’

একইভাবে ভারতের সুবিধা দেখেছেন চোটের কারণে বাইরে থাকা অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সও। ইয়াহু স্পোর্টস অস্ট্রেলিয়াকে দেওয়া সাক্ষাৎকারে কামিন্স বলেছেন, ‘এটা ভালো ব্যাপার যে টুর্নামেন্টটা হচ্ছে। তবে অবশ্যই এটা ভারতকে একই মাঠে খেলার অনেক বড় সুবিধা দিচ্ছে।’

আরবি /আরডি

Link copied!