গত জুলাই-আগস্ট মাসে আন্দোলনের সময় নিজ বাসার ছাদে গুলিবিদ্ধ হয় রিয় গোপ (৬)। এরপর বেশ কয়েকদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। সেই রিয়ার স্মরণে মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নামকরণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।
শুক্রবার (৭ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে।
সারাদেশে বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল অন্তবর্তী সরকার। তারই ধারাবাহিকতায় ধানমন্ডিতে অবস্থিত মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নতুন নামকরণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের বদলে নতুন নাম হয়েছে ‘রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স।’
দেশের সবচেয়ে প্রধান ক্রীড়া ভেন্যুর নাম পরিবর্তন হয়ে জাতীয় স্টেডিয়াম হয়েছে কয়েক সপ্তাহ আগেই। জাতীয় স্টেডিয়ামের সামনেই থাকা রোলার স্কেটিং কমপ্লেক্সে শেখ রাসেল বাদ দিয়ে ‘জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স’ নামকরণ করা হয়। এছাড়া রমনায় অবস্থিত টেনিস কমপ্লেক্স শেখ জামাল বাদ দিয়ে ‘জাতীয় টেনিস কমপ্লেক্স’ করা হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের বড় অডিটোরিয়ামের নাম শেখ কামাল বাদ দিয়ে ‘জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন’ রাখা হয়েছে।
এরই মধ্যে ক্রীড়াঙ্গনে উপজেলা ও জেলা পর্যায়েও বেশ কিছু স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। জাতীয় স্টেডিয়ামের পর এবার জাতীয় পর্যায়ের আরও চারটি স্থাপনার আজ নতুন নামকরণ হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম এনডিসি আজ এক চিঠিতে এই স্থাপনার নাম সংশ্লিষ্টদের অবহিত করেছেন।
 

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন