২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক হিসেবে ফিফা ঘোষণা করেছে যুক্তরাজ্যকে। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলোর সংখ্যা ৪৮ হবে, যা পুরুষ বিশ্বকাপের নতুন আকারের সঙ্গে সঙ্গতিপূর্ণ।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বেলগ্রেডে ইউইফা কংগ্রেসে বলেছেন, আমরা ২০৩১ সালের জন্য একটি বিড এবং ২০৩৫ সালের জন্য একটি বৈধ বিড পেয়েছি। ২০৩১ সালের নারী বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্রে এবং ২০৩৫ সালের আয়োজক হবে যুক্তরাজ্য।
যুক্তরাজ্যের চারটি দেশ—ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড যৌথভাবে এই বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিয়েছিল। শেষ মুহূর্তে স্পেনও আগ্রহ প্রকাশ করেছিল, তবে তারা আবেদন জানায়নি। ফলে ফিফা ২০৩৫ সালের নারী বিশ্বকাপের একমাত্র বৈধ প্রার্থী হিসেবে যুক্তরাজ্যকে নির্বাচন করেছে।
এফএ সিইও মার্ক বুলিঙ্গহ্যাম এই সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, আমরা ২০৩৫ সালের ফিফা মহিলা বিশ্বকাপের একমাত্র প্রার্থী হওয়ায় সম্মানিত। এখন থেকে কঠোর পরিশ্রম শুরু হবে, যাতে বছরের শেষে প্রস্তুত করা যায়।
এছাড়া, আগামী ২০৩১ সাল থেকে মহিলা বিশ্বকাপ ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হবে, যা পুরুষ বিশ্বকাপের নতুন আকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ২০৩৫ সালে যুক্তরাজ্য যদি এই বিশ্বকাপ আয়োজন করে, তবে এটি হবে হোম নেশনগুলোর দ্বিতীয় বিশ্বকাপ, যা ১৯৬৬ সালের পুরুষদের বিশ্বকাপের পরবর্তী বড় আসর।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন