ইউয়েফা ইউরো লিগের কোয়ার্টার ফাইনালে আন্দ্রে ওনানার শিশুসুলভ ভুলে অলিম্পিক লিঁওর সাথে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে ইউয়েফা ইউরো লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অলিম্পিক লিঁও আতিথেয়তা নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। যেখানে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গোলরক্ষক আন্দ্রে ওনানার ভুলে ড্র নিয়ে মাঠ ছাড়ে ‘রেড ডেভিলরা’।
এদিন লিওঁর মাঠে খেলতে নামা ওনানা প্রথম ভুলটি করেন ম্যাচের ২৫ তম মিনিটে। থিয়াগো আলমাদার ফ্রি-কিক ঠেকাতে ব্যর্থ হন তিনি। যদিও এই ফ্রি-কিক ঠেকাতে না পারার কোন কারণই ছিল না। হাতের খুব কাছেই ছিল বলটি।
এরপর প্রথমার্ধের শেষ মিনিটে ডিফেন্ডার লেনি ইউরো সমতায় ফেরান ম্যান ইউকে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া চেষ্টা করে দু’দল। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচটি।
নির্ধারিত ৯০ মিনিটের শেষ দিকে ‘রেড ডেভিলদের’ এগিয়ে নেন জশুয়া জিরকজি। ব্রুনো ফার্নান্দেজের বাড়ানো বল থেকে দুর্দান্ত এক হেডারে গোল করেন এই ডাচ।
তবে নাটকীয়তা তখনই শেষ হয়নি। ওনানার দ্বিতীয় ভুল শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে দেয়নি ইউনাইটেডকে। বক্সের ভেতর গিওর্গে মিকাউতাদজের নেওয়া প্রথম শটটি নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন ওনানা। আর ইউনাইেটড গোলরক্ষকের হাত ফসকে যাওয়া বলটি ফিরতি শটে জালে জড়ান রায়ান চেরকি। আর গোলেই শেষ পর্যন্ত ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইউনাইটেডকে।
ওনানার ভুল নিয়ে ইউনাইটেড কোচ রুবেন আমোরিম ম্যাচ শেষে বলেছেন, ‘এ মুহূর্তে আমি এমন কিছু আন্দ্রেকে (ওনানা) বলতে পারব না যা তার উপকার করবে। ফলে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বাভাবিক থাকা। আর সময় হলে আমি ম্যাচের জন্য সেরা একাদশই বাছাই করব। তবে আন্দ্রের ওপর আমার বিশ্বাস আছে।’
ফিরতি লেগ ১৭ এপ্রিল ইউনাইটেডের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে।

 
                             
                                    -20250410100744.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
       -20250905162745-(2)-20250919184044-20250926173705-20251010164039-20251011171436-(1)-20251017163112-(1)-20251031181224.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন