জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে দুই ওপেনার এনামুল হক বিজয় ও সাদমান ইসলামের ব্যাটিং দৃঢ়তায় নিজেদের প্রথম ইনিংসে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়েই মধ্যাহ্ন বিরতিতে গেছে টাইগাররা। ফিফটির দেখা পেয়েছেন ওপেনার সাদমান ইসলাম।
মঙ্গলবার (২৯ এপ্রিল) প্রথম বলেই উইকেট নিয়ে ব্যাটিংয়ে নেমে গিয়েছিল বাংলাদেশ। ব্যাট করতে নেমে সাবধানী শুরু করে দুই ওপেনার এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম। দুজনের সাবলীল ব্যাটিংয়ে সচল থাকে রানের চাকা।
এর আগে প্রথম দিনের তৃতীয় সেশনে দুর্দান্ত করেন টাইগার বোলাররা। তাইজুল ইসলামের ঘূর্ণিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন-আপ।
প্রথমদিন ৯ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করা রেডিশিয়ানরা দ্বিতীয় দিনের শুরুতেই উইকেট হারায়। এতে ২২৭ রানে অলআউট হয় সফরকারীরা। ৬০ রান খরচায় ৬ উইকেট নেন তাইজুল।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। সাদমান ৬৬ ও বিজয় ৩৮ রানে অপরাজিত আছেন। এখনো ১২২ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন