আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির সময় থেকেই কানাঘুষো চলছিল। ভারতীয় ক্রিকেট তারকা শিখর ধাওয়ানের পাশে গ্যালারিতে দেখা গিয়েছিল এক বিদেশিনীকে। জানা গিয়েছিল, তিনি আয়ারল্যান্ডের সোফি শাইন।
সেই গুঞ্জন অবশেষে সত্যি হলো। ধাওয়ান নিজেই ইনস্টাগ্রামে সোফির সঙ্গে ছবি পোস্ট করে তাদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার ভালোবাসা’ এবং একটি হৃদয়ের ইমোজি জুড়ে দিয়েছেন।
এর আগে, নতুন প্রেম নিয়ে একটি অনুষ্ঠানে ধাওয়ান রহস্য জিইয়ে রেখেছিলেন। প্রেমিকার নাম জানতে চাইলে হেসে উত্তর দিয়েছিলেন, ‘আমি কোনো নাম বলব না। তবে এই ঘরে উপস্থিত সবচেয়ে সুন্দরী মেয়েটিই আমার গার্লফ্রেন্ড।’ সেই অনুষ্ঠানে সোফিও উপস্থিত ছিলেন, যা তাদের সম্পর্কের জল্পনাকে আরও উসকে দেয়। ধাওয়ানের সেই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়েছিল।
ভক্ত-অনুরাগীরা ধাওয়ানের এই নতুন সম্পর্কের ঘোষণায় তাকে অভিনন্দন জানাচ্ছেন। জানা গেছে, সোফি শাইন আয়ারল্যান্ডের নাগরিক এবং একটি আমেরিকান প্রতিষ্ঠানে কনসালট্যান্ট হিসেবে কর্মরত।
দুবাইতে সেই প্রতিষ্ঠানের অফিস রয়েছে এবং সেখানেই ধাওয়ানের সঙ্গে তার পরিচয়। সোফির লিঙ্কড-ইন প্রোফাইল অনুযায়ী, তিনি নর্দার্ন ট্রাস্ট কর্পোরেশন নামক একটি বাণিজ্যিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে কর্মরত।
উল্লেখ্য, এর আগে শিখর ধাওয়ান ২০১২ সালে তার চেয়ে দশ বছরের বড় আয়েশা মুখার্জিকে বিয়ে করেছিলেন। ২০২৩ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয় এবং তাদের একটি পুত্রসন্তানের দায়িত্ব আদালতের রায়ে আয়েশা পান। ধাওয়ান তার সন্তানকে খুব মিস করেন এবং এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, প্রায় দুই বছর ধরে তিনি তার ছেলের সঙ্গে দেখা করতে পারেননি।
২০২৪ সালে পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়া শিখর ধাওয়ান আন্তর্জাতিক ক্রিকেটে ২৬৯ ম্যাচে ১০৮৬৭ রান করেছেন। অবসরের পর বর্তমানে তিনি লিজেন্ডস লিগ, নেপাল প্রিমিয়ার লিগ ও এশিয়ান লিজেন্ডস লিগে খেলছেন।
আপনার মতামত লিখুন :