বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে তোলার একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান প্রবাসী সামিত সোম। গত ২০ এপ্রিল জন্মনিবন্ধন হাতে পাওয়ার পর বৃহস্পতিবার (১ মে) তিনি কানাডা সকার অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্র পেয়েছিলেন।
জানা গেছে, আজ (সোমবার) তিনি পেয়েছেন বাংলাদেশের পাসপোর্ট—এখন শুধু ফিফার অনুমোদন পেলেই লাল-সবুজের প্রতিনিধিত্ব করতে পারবেন তিনি।
এই তথ্য নিশ্চিত করে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম গণমাধ্যমকে জানান, সামিত বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়েছে। আমরা দ্রুত ফিফার কাছে আবেদন করব, অনুমোদন মিললেই সে বাংলাদেশের হয়ে খেলতে পারবে।’
কানাডায় জন্ম ও বেড়ে ওঠা সামিতের বাবা-মা বাংলাদেশি। ২৭ বছর বয়সি এই সেন্ট্রাল মিডফিল্ডার কানাডার জাতীয় দলের হয়ে ২০২০ সালে দুটি ম্যাচ খেলেছিলেন। যদিও এরপর দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ফুটবলে নেই তিনি। বর্তমানে কানাডার ক্লাব ক্যাভালরি এফসির হয়ে খেলছেন সামিত।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন, প্রতিপক্ষ সিঙ্গাপুর। এশিয়ান কাপ বাছাইয়ের ওই গুরুত্বপূর্ণ ম্যাচেই ফিফার অনুমতি সাপেক্ষে সামিতের অভিষেক হতে পারে বলে জানা গেছে।
উল্লেখ, প্রবাসী ফুটবলারদের মধ্যে ২০১৩ সালে প্রথম বাংলাদেশ দলে নাম লেখান জামাল ভূঁইয়া। এরপর তারিক কাজী ও হামজা চৌধুরীর মতো খেলোয়াড়রাও যুক্ত হন দলে।
আপনার মতামত লিখুন :