আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রকাশিত সর্বশেষ বাৎসরিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য ‘দুঃসংবাদ’ এসেছে।
টাইগাররা তাদের সবচেয়ে শক্তিশালী ফরম্যাট ওয়ানডেতেও পিছিয়েছে।
র্যাঙ্কিংয়ের হালনাগাদে একধাপ নিচে নেমে ওয়েস্ট ইন্ডিজের পরে দশম স্থানে অবস্থান করছে বাংলাদেশ।
সোমবার (৫ মে) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই র্যাঙ্কিং প্রকাশ করে।
এদিকে, ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ হারিয়েছে ৪ রেটিং পয়েন্ট। বর্তমানে তাদের সংগ্রহ ৭৬ পয়েন্ট। তবে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
এই দুই ফরম্যাটেই নবম স্থানে রয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ওয়ানডে পারফরম্যান্স র্যাঙ্কিংয়ে এই অবনমনের মূল কারণ। সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ একটিও ম্যাচ জিততে পারেনি।
এর আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজে পরাজয় বরণ করতে হয়েছে টাইগারদের।
এ ছাড়াও ২০২৩ সালের বিশ্বকাপেও দলের হতাশাজনক পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। এই ধারাবাহিক ব্যর্থতার প্রতিফলনই আইসিসির এই র্যাঙ্কিংয়ে স্পষ্ট হয়েছে।
অন্যদিকে, প্রকাশিত এই ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দুই ফাইনালিস্ট দল। দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা জয় করা ভারত র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান আরও সুসংহত করেছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের রেটিং পয়েন্ট বেড়ে ১২২ থেকে ১২৪ হয়েছে।
চ্যাম্পিয়নস ট্রফির রানার্স-আপ নিউজিল্যান্ড দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তারা অস্ট্রেলিয়াকে টপকে এই স্থান দখল করেছে।
অস্ট্রেলিয়া বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে। এরপর রয়েছে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার এই উন্নতিতে র্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার। সাম্প্রতিক প্রোটিয়াদের ফর্ম ভালো না যাওয়ায় তাদের রেটিং পয়েন্ট কমেছে।
অন্যদিকে, চার পয়েন্ট বেড়ে সপ্তম স্থানে উঠে এসেছে আফগানিস্তান। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড এক ধাপ নেমে অষ্টম স্থানে অবস্থান করছে।
আপনার মতামত লিখুন :