রাজধানীর বেইলি রোডের সিরাজ টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ৫০ মিনিটের চেষ্টায় ৭ টা ৪৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় ভবনের ছাদ থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। এর মধ্যে পুরুষ ৭ জন, মহিলা ৯ জন এবং শিশু ২ জন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করে জানান, আগুনের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। সবাই মিলে রাত ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
উল্লেখ্য, গত বছরে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নিহত হন ৪৬ জন।
আপনার মতামত লিখুন :