মোবাইল ফোন কোম্পানি রবি ও ইডটকোর নেটওয়ার্কে কাজ করতে গিয়ে সার্বস কমিউনিকেশনের চার কর্মী অপহরণের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ প্রাইভেট টেলিকমিউনিকেশন কর্মচারী ইউনিয়ন।
সোমবার (২৮ জুলাই) ঢাকা রিপোটার্স ইউনিটিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১৯ এপ্রিল খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ময়ুরখালী রবি টাওয়ারে কাজ করার সময় মো. ইসমাইল মিয়া ও আব্রে মারর্মা অপহৃত হন। একইভাবে গত ৫ জুন চট্টগ্রামের ফটিকছড়িতে এক রবি টাওয়ারের কর্মী মোহাম্মদ সুমন ইসলাম ও আব্দুর রহিমও অপহরণের শিকার হন। আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলো এখন পর্যন্ত তাদের সন্ধান দিতে পারেনি।
অপহৃতদের পরিবার বারবার রবি আজিয়াটা, ইডটকো এবং সার্বসের সঙ্গে যোগাযোগ করলেও তারা যথাযথ গুরুত্ব দেয়নি এবং মিথ্যা আশ্বাস প্রদান করে চলেছে বলে অভিযোগ করা হয়। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মোবাইল টাওয়ার রক্ষণাবেক্ষণে নিয়োজিত কর্মীদের ধারাবাহিক অপহরণ একটি গভীর উদ্বেগের বিষয়। এতে হাজার হাজার কর্মীর নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়েছে। সন্ত্রাসীদের দ্বারা সরাসরি মোবাইল টাওয়ারে কর্মরত শ্রমিকদের অপহরণ করে মুক্তিপণ দাবি করা হচ্ছে, যা কর্মীদের জীবনহানির ঝুঁকি বাড়াচ্ছে এবং জাতীয় টেলিযোগাযোগ অবকাঠামোর জন্য একটি গুরুতর ক্ষতির কারণ হয়ে দাড়াবে বলে সম্মেলনে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে নেতারা যে সকল গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো:
১. অপহৃত সকল কর্মীকে অবিলম্বে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করতে হবে।
২. অপহরণকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
৩. পার্বত্য অঞ্চলে টেলিকম খাতের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নিতে হবে।
৪. টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতা ও তদারকির আওতায় আনতে হবে।
৫. স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের আন্তরিক পদক্ষেপ কামনা করছি।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাইভেট টেলিকমিউনিকেশন কর্মচারী ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব মো. মাকসুদুর রহমান রাকিব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গামেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিরিয়াল ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলালিংক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম মাহমুদ সোহাগ, বাংলাদেশ প্রাইভেট টেলিকমিউনিকেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মানিক উদ্দিন, সিনিয়র সহসভাপতি আলিউজ্জামান, সহসভাপতি মোসাদ্দেক হাসান ফয়সাল।
এ ছাড়াও লেবার কোর্ট লইয়ার সোসাইটির জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহ আলমসহ অপহরণের শিকার পরিবারের সদস্যরা।
নেতারা বলেন, আমরা আশা করি, আমাদের এসব দাবি দ্রুত বাস্তবায়িত হবে এবং অপহৃত কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

 
                             
                                    



 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন