রাষ্ট্র মেরামতের যে বিরল সুযোগ এসেছে তা এবারও ব্যর্থ হলে আগামী কয়েক দশকে আর এমন সুযোগ আসবে না, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (৩০ জুলাই) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ ২০২৫-এর খসড়া নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
ড. আসিফ নজরুল বলেন, ‘বিচার বিভাগে রাজনৈতিক সরকারের খানিকটা প্রভাব থাকেই, এটা অস্বাভাবিক নয়। তবে বহুবার দেখা গেছে, কোনো তত্ত্বাবধায়ক সরকার আইন করেছে, আর পরে রাজনৈতিক সরকার এসে তা বাতিল করে দিয়েছে। তাই এবার আমরা চেষ্টা করছি আইনের খসড়া চূড়ান্ত হওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার।’
তিনি আরও বলেন, নিম্ন আদালতগুলোতে অনেক সময় দেখা যায়, সরকারি আইনজীবীর পদে থেকেও কেউ কেউ টাকা নিয়ে প্রতিপক্ষের পক্ষে কাজ করেন। সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশের বাস্তবায়ন হলে এসব অনিয়ম বন্ধ হবে।
সভায় শিল্প উপদেষ্টা ও মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান বলেন, গত ১৫ বছরে বিচার ব্যবস্থার যে ধ্বংস সাধিত হয়েছে তা ভয়াবহ। দায়িত্বে থাকা অনেকেই সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। এই অধ্যাদেশটি কার্যকর হলে বিচার বিভাগে সুশাসনের ভিত্তি স্থাপন সম্ভব হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আইনজীবী সংগঠনের নেতারা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা নতুন আইনের বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন।
 

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন